Fujifilm X-S20: ভ্লগারদের জন্য ছোট্ট মিররলেস ক্যামেরা নিয়ে এল Fujifilm, দাম ও ফিচার্স দেখে নিন

Jul 21, 2023 | 4:46 PM

Fujifilm X-S20 ক্যামেরার দাম শুরু হচ্ছে 1,18,999 টাকা থেকে। তবে তা কেবল বডির দাম। এখন আপনি যদি লেন্স সহযোগে কিনতে চান, তাহলে তার দাম পড়বে 1,29,999 টাকা এবং 1,49,999 টাকা যথাক্রমে। এই দাম নির্ভর করছে আপনি কোন মডেল কিনছেন তার উপরে।

Fujifilm X-S20: ভ্লগারদের জন্য ছোট্ট মিররলেস ক্যামেরা নিয়ে এল Fujifilm, দাম ও ফিচার্স দেখে নিন
এসে গেল নতুন মিররলেস ক্যামেরা।

Follow Us

Fujifilm ভারতে তার নতুন মিররলেস ক্যামেরা নিয়ে হাজির হয়েছে। মূলত, ভ্লগারদের জন্যই তৈরি করা হয়েছে ক্যামেরাটি। স্মার্টফোনের পরিবর্তে যাঁরা ফুল-ফ্লেজড ক্যামেরায় কনটেন্ট শুট করতে চান, তাঁদের জন্যও অত্যন্ত সহায়ক হতে চলেছে এই Fujifilm X-S20। এর ওজনও খুব কম, DSLR জায়গা দখল করার সমস্ত ক্ষমতাই রয়েছে এই Fujifilm মিররলেস ক্যামেরায়।

Fujifilm X-S20: দাম কত, কোথায় কিনবেন

Fujifilm X-S20 ক্যামেরার দাম শুরু হচ্ছে 1,18,999 টাকা থেকে। তবে তা কেবল বডির দাম। এখন আপনি যদি লেন্স সহযোগে কিনতে চান, তাহলে তার দাম পড়বে 1,29,999 টাকা এবং 1,49,999 টাকা যথাক্রমে। এই দাম নির্ভর করছে আপনি কোন মডেল কিনছেন তার উপরে।

Fujifilm X-S20: ক্যামেরা ফিচার্স

এই ক্যামেরাটির সবথেকে আকর্ষণীয় দিক হল তার ডিজ়াইন এবং লাইটিং। মাত্র 500 গ্রাম ওজন এই ক্যামেরাটি কমপ্যাক্ট ডিজ়াইনের। যখন ব্যবহার করবেন, মনেই হবে না যে আপনার কাছে কোনও ক্যামেরা রয়েছে। এই ক্যামেরার আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার AI প্রযুক্তি, যা আপনাকে বিভিন্ন বিষয় ফোকাস করে শুট করতে দেবে। X-S20 ক্যামেরাটি একবার চার্জে 800 ফ্রেম পর্যন্ত শুট করতে পারে, যা তার আগের মডেলেও করা যেত না।

আগের থেকে Fujifilm এর এই ক্যামেরাতেও তার ভিডিয়ো ফিচার্স চমৎকার করা হয়েছে ভ্লগারদের কথা মাথায় রেখে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, এই ক্যামেরা ব্যবহার করে আপনি 60 fps-এ 4K ভিডিয়ো রেকর্ড করতে পারবেন। ভিডিয়োর জন্য রয়েছে নির্দিষ্ট একটি মোড, যখানে হেডফোন জ্যাক কানেক্ট করে আপনি অডিও শুনতে পাবেন।

কালার টিউনিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে Fujifilm। নতুন ক্যামেরাটিতে রয়েছে 19টি ফিল্ম সিমুলেশন মোড, যা ছবির কোয়ালিটি আরও বাড়াতে পারে। তবে ভিডিয়োতে যদি আরও ফোকাস থাকে, তার অর্থ হল বিল্ট-ইন ইমেজ স্টেবিলাইজ়েশনের দ্বারা ক্যামেরাটি যে কোনও পরিস্থিতে কোনও কনটেন্ট শেক ও ব্লার করতে দেয় না।

Next Article