Instagram Bulk Delete Feature: একসঙ্গে একাধিক কমেন্ট-কনটেন্ট ডিলিট করার ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম

Instagram Security Check Up And Your Activity: এই ফিচার রোল আউট করার পিছনে মূল উদ্দেশ্যটি হল, কমেন্ট থেকে শুরু করে পোস্ট-সহ অন্যান্য আরও একাধিক অ্যাক্টিভিটি যাতে ইউজাররা খুব সহজেই একসঙ্গে ডিলিট করতে পারেন।

Instagram Bulk Delete Feature: একসঙ্গে একাধিক কমেন্ট-কনটেন্ট ডিলিট করার ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 10:53 PM

জনপ্রিয় ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম (Instagram) একটি নতুন ফিচার নিয়ে এসেছে। সেই লেটেস্ট ফিচারের (Latest Feature) সাহায্যে ইউজাররা একসঙ্গে একাধিক কনটেন্ট ডিলিট করতে পারবেন, যাকে পোশাকি ভাষায় বলা হচ্ছে বাল্ক ডিলিট অপশন (Bulk Delete Option)। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, এই ফিচার রোল আউট করার পিছনে মূল উদ্দেশ্যটি হল, কমেন্ট থেকে শুরু করে পোস্ট-সহ অন্যান্য আরও একাধিক অ্যাক্টিভিটি যাতে ইউজাররা খুব সহজেই একসঙ্গে ডিলিট করতে পারেন। গত কাল ৮ ফেব্রুয়ারি ছিল সেফার ইন্টারনেট ডে। তার পরের দিনই ইনস্টাগ্রামের জন্য এই ফিচারটি নিয়ে এসেছে মেটা (আগে ফেসবুক)।

বুধবার ইনস্টাগ্রামের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই নতুন ফিচার সম্পর্কে বলা হয়, “ইওর অ্যাক্টিভিটি রোল আউট করছি আমরা। এটি একটি নতুন অভিজ্ঞতা দিতে পারবে ইউজারদের, আইজি অ্যাক্টিভিটি দেখাতে এবং ম্যানেজও করতে দেবে ফিচারটি। মানুষজন নিজেদের কনটেন্ট (পোস্ট, স্টোরিজ়, আইজিটিভি এবং রিলস) বাল্ক ম্যানেজ (ডিলিট, আরকাইভ) করতে পারবেন এর মাধ্যমে। পাশাপাশি নিজেদের বা অন্যদের ইন্টার‌্যাকশনও (কমেন্ট, লাইক, স্টোরি স্টিকার রিঅ্যাকশন) বাল্ক ম্যানেজ করা যাবে এই নতুন ফিচারের সাহায্যে।”

শুধু তাই নয়। এই ফিচারের সাহায্যে ইনস্টা ব্যবহারকারীরা নিজেদের ডিলিট করা বা আর্কাইভ করা কনটেন্ট খুঁজে নিতে পারবেন। তার জন্য তাঁদের সার্চ হিস্ট্রিতে যেতে হবে। এই বিষয়ে একটি ব্লগপোস্টে ইনস্টাগ্রামের তরফ থেকে লেখা হচ্ছে, “আপনারা এই ফিচারটিকে কাজে লাগিয়ে সম্প্রতি ডিলিট করা বা আর্কাইভ করা অন্য কনটেন্টও খুঁজে নিতে পারবেন। সার্চ হিস্ট্রিতে চলে যান, কতগুলি লিঙ্ক আপনি ভিজ়িট করেছেন, সেটা দেখে নিন এবং সেই সঙ্গেই প্ল্যাটফর্মে কতক্ষণ সময় কাটিয়েছেন তা জেনে নিয়ে আপনার সব তথ্য ডাউনলোড করে নিন।”

মেটা-র নিজস্ব এই ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম গত সপ্তাহেই আর একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছিল, তার নাম ‘টেক আ ব্রেক’। ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও এই ফিচারটি নিয়ে আসা হয়েছে। টেক আ ব্রেক খুবই জরুরি একটি ফিচার, যা ইনস্টাগ্রাম ইউজারদের দেখাবে যে, কত ক্ষণ সময় ধরে এই প্ল্যাটফর্মে তাঁরা স্ক্রল করছেন এবং তা যদি বেশি ক্ষণ হয়, তাহলে একটু ব্রেক নেওয়ারও পরামর্শ দেওয়া হবে ব্যবহারকারীকে। এই ফিচার ভবিষ্যতেও ইনস্টা ব্যবহারকারীদের ব্রেক নেওয়ার জন্য রিমাইন্ডার দিতে থাকবে।

ইনস্টাগ্রামের টেক আ ব্রেক ফিচারটি সর্বপ্রথম আমেরিকা, ব্রিটেন, আয়ারল্যান্ড, কানাডা, নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার জন্য লঞ্চ করা হয়েছিল। গত সপ্তাহেই তা ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে রোল আউট করা হয়।