Airtel 1GB Data Price: ট্যারিফ খরচ বাড়ার পর এয়ারটেলের ১জিবি ডেটার দাম কত?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 06, 2022 | 7:58 PM

এয়ারটেল তার গ্রাহকদের কোনও ১জিবি ডেটা প্যাক বা ভাউচার অফার করে না। তাই এখন লাখ টাকার প্রশ্ন হল, এয়ারটেলের কাছ থেকে ১জিবি ডেটা কী ভাবে পাওয়া যায়? আর খরচ বাড়ার পরে এয়ারটেলের ১জিবি ডেটার জন্য কত টাকাই বা দিতে হবে?

Follow Us

২০২১ সালের শেষটা ইউজারদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছিল এয়ারটেল (Airtel)। হুট করেই বাড়িয়ে দিয়েছিল প্রিপেড রিচার্জ প্ল্যানের (Prepaid Recharge Plan) খরচ। আর তারই পদাঙ্ক অনুসরণ করে পরবর্তীতে ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিও-ও তাদের ট্যারিফ প্ল্যানের খরচ বাড়িয়ে দেয়। ফলে, এই প্রতিটি বেসরকারি টেলিকম সংস্থারই ডেটা প্যাকেরও খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। অনেক ইউজারই জানতে চান যে, এখন এয়ারটেলের ১জিবি ডেটা প্যাকের (Airtel 1GB Data Plan) দাম কত? তার কিন্তু কোনও উত্তর এয়ারটেলের কাছেও অফিসিয়ালি নেই। কারণ, সংস্থাটি তার গ্রাহকদের কোনও ১জিবি ডেটা প্যাক বা ভাউচার অফার করে না। তাই এখন লাখ টাকার প্রশ্ন হল, এয়ারটেলের কাছ থেকে ১জিবি ডেটা কী ভাবে পাওয়া যায়? আর খরচ বাড়ার পরে এয়ারটেলের ১জিবি ডেটার জন্য কত টাকাই বা দিতে হবে?

এয়ারটেলের ১জিবি ডেটা কী ভাবে পাবেন?

না, পাবেন না। টেলিকম টক-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এয়ারটেলের ঝুলিতে এমন কোনও স্ট্যান্ডঅ্যালোন রিচার্জ প্ল্যান নেই, যাতে ইউজারদের ১জিবি করে ডেটা অফার করা হয়। তার পরেও যদি আপনি এয়ারটেলের ১জিবি ডেটা ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অন্তত ৫৮ টাকার ডেটা ভাউচারটি ব্যবহার করতে হবে। এই প্ল্যানে ইউজাররা সব মিলিয়ে ৩জিবি ডেটা পেয়ে যাবেন, যার ভ্যালিডিটিও খুব অল্প দিন।

এদিকে রিলায়েন্স জিও-র ঝুলিতে রয়েছে একটি স্ট্য়ান্ডঅ্যালোন ডেটা প্যাক, যেখানে ইউজারদের প্রতিদিন ১জিবি করে ডেটা অফার করা হয়। সেই প্ল্যানটি রিচার্জ করতে ইউজারদের ১৫ টাকা করে খরচ করতে হয়।

এখন এয়ারটেলের ১জিবি ডেটার খরচ কত?

যেমনটা আমরা আগেই জানালাম যে, এয়ারটেলের কাছে সিঙ্গেল ১জিবি কোনও ডেটা প্যাক নেই। তবে একাধিক এমন রিচার্জ প্ল্যান রয়েছে, যেগুলিতে ১জিবি করে ডেলি ডেটা বা প্রতিদিন ১জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে। মূলত যেসব প্রিপেড প্যাকে এয়ারটেল প্রতিদিন ১জিবি করে ডেটা অফার করে, সেগুলি রিচার্জ করতে ইউজারদের যথাক্রমে ২০৯ টাকা, ২৩৯ টাকা এবং ২৬৫ টাকা খরচ করতে হয়।

এছাড়াও এয়ারটেলের কাছে আর একটি কম খরচের রিচার্জ প্ল্যান রয়েছে, যাতে ১জিবি ডেলি ডেটা অফার করা হয়। এয়ারটেলের সেই প্ল্যানটি রিচার্জ করতে ইউজারদের ১৫৫ টাকা খরচ করতে হয়। সেই প্ল্যানের বৈধতা ২৪ দিন। আর এই ২৪ দিন পর্যন্ত সময়ে প্রতিদিন ১জিবি করে ডেটা পাওয়া যায়। রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ৩০০টি করে এসএমএস পাঠানোর দুর্দান্ত সুযোগও।

১ দিনের জন্য এয়ারটেল রিচার্জ সম্ভব?

এয়ারটেলের কাছে এমন কোনও রিচার্জ প্যাক নেই, যার বৈধতা ১ দিন। সবথেকে কম ২১ দিন ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান রয়েছে এয়ারটেলের কাছে, যার জন্য ইউজারদের ২০৯ টাকা খরচ করতে হয়।

এয়ারটেলের সবথেকে সস্তার প্ল্যান কোনটি?

সবথেকে সস্তার যে রিচার্জ প্ল্যানটি এয়ারটেল তার ইউজারদের অফার করে, তার খরচ ৯৯ টাকা।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: মেটাভার্সে পদার্পণ রিলায়েন্স জিও-র, প্রণব মিস্ত্রির টেক স্টার্ট-আপে ১১২ কোটি টাকা বিনিয়োগ

আরও পড়ুন: এবার মাত্র ১৪৯ টাকায় এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম প্যাক, হইচই-সহ মোট ১৩ ওটিটি অফার, ১০ হাজার সিনেমা

আরও পড়ুন: জিও, এয়ারটেল ও ভোডাফোনের অদ্ভুত ডেটা প্ল্যান! রোজ ২.৫জিবি করে ডেটা, খরচ কত?

২০২১ সালের শেষটা ইউজারদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছিল এয়ারটেল (Airtel)। হুট করেই বাড়িয়ে দিয়েছিল প্রিপেড রিচার্জ প্ল্যানের (Prepaid Recharge Plan) খরচ। আর তারই পদাঙ্ক অনুসরণ করে পরবর্তীতে ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিও-ও তাদের ট্যারিফ প্ল্যানের খরচ বাড়িয়ে দেয়। ফলে, এই প্রতিটি বেসরকারি টেলিকম সংস্থারই ডেটা প্যাকেরও খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। অনেক ইউজারই জানতে চান যে, এখন এয়ারটেলের ১জিবি ডেটা প্যাকের (Airtel 1GB Data Plan) দাম কত? তার কিন্তু কোনও উত্তর এয়ারটেলের কাছেও অফিসিয়ালি নেই। কারণ, সংস্থাটি তার গ্রাহকদের কোনও ১জিবি ডেটা প্যাক বা ভাউচার অফার করে না। তাই এখন লাখ টাকার প্রশ্ন হল, এয়ারটেলের কাছ থেকে ১জিবি ডেটা কী ভাবে পাওয়া যায়? আর খরচ বাড়ার পরে এয়ারটেলের ১জিবি ডেটার জন্য কত টাকাই বা দিতে হবে?

এয়ারটেলের ১জিবি ডেটা কী ভাবে পাবেন?

না, পাবেন না। টেলিকম টক-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এয়ারটেলের ঝুলিতে এমন কোনও স্ট্যান্ডঅ্যালোন রিচার্জ প্ল্যান নেই, যাতে ইউজারদের ১জিবি করে ডেটা অফার করা হয়। তার পরেও যদি আপনি এয়ারটেলের ১জিবি ডেটা ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অন্তত ৫৮ টাকার ডেটা ভাউচারটি ব্যবহার করতে হবে। এই প্ল্যানে ইউজাররা সব মিলিয়ে ৩জিবি ডেটা পেয়ে যাবেন, যার ভ্যালিডিটিও খুব অল্প দিন।

এদিকে রিলায়েন্স জিও-র ঝুলিতে রয়েছে একটি স্ট্য়ান্ডঅ্যালোন ডেটা প্যাক, যেখানে ইউজারদের প্রতিদিন ১জিবি করে ডেটা অফার করা হয়। সেই প্ল্যানটি রিচার্জ করতে ইউজারদের ১৫ টাকা করে খরচ করতে হয়।

এখন এয়ারটেলের ১জিবি ডেটার খরচ কত?

যেমনটা আমরা আগেই জানালাম যে, এয়ারটেলের কাছে সিঙ্গেল ১জিবি কোনও ডেটা প্যাক নেই। তবে একাধিক এমন রিচার্জ প্ল্যান রয়েছে, যেগুলিতে ১জিবি করে ডেলি ডেটা বা প্রতিদিন ১জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে। মূলত যেসব প্রিপেড প্যাকে এয়ারটেল প্রতিদিন ১জিবি করে ডেটা অফার করে, সেগুলি রিচার্জ করতে ইউজারদের যথাক্রমে ২০৯ টাকা, ২৩৯ টাকা এবং ২৬৫ টাকা খরচ করতে হয়।

এছাড়াও এয়ারটেলের কাছে আর একটি কম খরচের রিচার্জ প্ল্যান রয়েছে, যাতে ১জিবি ডেলি ডেটা অফার করা হয়। এয়ারটেলের সেই প্ল্যানটি রিচার্জ করতে ইউজারদের ১৫৫ টাকা খরচ করতে হয়। সেই প্ল্যানের বৈধতা ২৪ দিন। আর এই ২৪ দিন পর্যন্ত সময়ে প্রতিদিন ১জিবি করে ডেটা পাওয়া যায়। রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ৩০০টি করে এসএমএস পাঠানোর দুর্দান্ত সুযোগও।

১ দিনের জন্য এয়ারটেল রিচার্জ সম্ভব?

এয়ারটেলের কাছে এমন কোনও রিচার্জ প্যাক নেই, যার বৈধতা ১ দিন। সবথেকে কম ২১ দিন ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান রয়েছে এয়ারটেলের কাছে, যার জন্য ইউজারদের ২০৯ টাকা খরচ করতে হয়।

এয়ারটেলের সবথেকে সস্তার প্ল্যান কোনটি?

সবথেকে সস্তার যে রিচার্জ প্ল্যানটি এয়ারটেল তার ইউজারদের অফার করে, তার খরচ ৯৯ টাকা।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: মেটাভার্সে পদার্পণ রিলায়েন্স জিও-র, প্রণব মিস্ত্রির টেক স্টার্ট-আপে ১১২ কোটি টাকা বিনিয়োগ

আরও পড়ুন: এবার মাত্র ১৪৯ টাকায় এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম প্যাক, হইচই-সহ মোট ১৩ ওটিটি অফার, ১০ হাজার সিনেমা

আরও পড়ুন: জিও, এয়ারটেল ও ভোডাফোনের অদ্ভুত ডেটা প্ল্যান! রোজ ২.৫জিবি করে ডেটা, খরচ কত?

Next Article