Jio Airtel Vi 2.5GB Daily Data Plans: জিও, এয়ারটেল ও ভোডাফোনের অদ্ভুত ডেটা প্ল্যান! রোজ ২.৫জিবি করে ডেটা, খরচ কত?
সেই সব ডেটা প্যাকে না অতিরিক্ত ডেটা মেলে না এক্কেবারে কম। প্রতিদিন ২.৫জিবি করে ডেটা অফার করা হয়। জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার এমনই কয়েকটি প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলি প্রতিদিন ২.৫জিবি করে ডেটা অফার করে।
রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়ার ঝুলিতে রয়েছে কিছু উদ্ভট ডেলি ডেটা প্ল্যান, যেগুলি খায় না মাথায় দেয়, গ্রাহকদের জানা নেই! হ্যাঁ, একটু অদ্ভুত ডেটা প্ল্যানই বটে! কারণ তাতে যে পরিমাণ ডেটা অফার করা হয় দৈনিক ভিত্তিতে, তা যেন শেষ হয়েও হয় না শেষ! বেশির ভাগ ব্যবহারকারীই এই ধরনের ডেটা প্ল্যান ব্যবহার করেন না। তবে, কেউ কেউ করেন। আর তার কারণ হল, সেই সব ডেটা প্যাকে না অতিরিক্ত ডেটা মেলে না এক্কেবারে কম। প্রতিদিন ২.৫জিবি (2.5GB Daily Data Plans) করে ডেটা অফার করা হয়। জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার এমনই কয়েকটি প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলি প্রতিদিন ২.৫জিবি করে ডেটা অফার করে।
রিলায়েন্স জিও
মুকেশ আম্বানির টেলিকম সংস্থার ঝুলিতে একটি মাত্রই রিচার্জ প্ল্যান রয়েছে, যাতে প্রতিদিন ২.৫জিবি করে ডেটা অফার করা হয়। প্ল্যানটি সবার প্রয়োজন না হলেও যাঁরা এক বছরের রিচার্জ প্যাকের খোঁজ করে থাকেন, তাঁদের জন্য আদর্শ। জিও-র এই ২.৫জিবি ডেটা প্ল্যানের জন্য গ্রাহকদের ২,৯৯৯ টাকা খরচ করতে হয়। প্ল্যানটির বৈধতা এক বছর বা ৩৬৫ দিন। প্রতিদিন ২.৫জিবি করে ডেটার পাশাপাশিই এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, একাধিক অন্যান্য বেনিফিটসের অ্যাক্সেস যেমন, জিওটিভি, জিওসিনেমা, জিও ক্লাউড এবং জিওসিকিওরিটি অফার করা হয় কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই।
এয়ারটেল
ভারতী এয়ারটেল প্রতিদিন ২.৫জিবি ডেটার যে প্ল্যানটি অফার করে, তার জন্য ব্যবহারকারীদের ৪৪৯ টাকা করে খরচ করতে হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিং অফার করা হয়। সেই সঙ্গেই আবার প্রতিদিন ১০০টি করে এসএমএস-ও কোনও অতিরিক্ত চার্জ ছাড়া পাঠানোর সুযোগ পাওয়া যায়। এয়ারটেল থ্যাঙ্কস বেনিফিটও দেওয়া হয় প্ল্যানটিতে, যার সাহায্যে অ্যামাজন প্রাইম মোবাইল ভিডিয়ো এডিশন ফ্রি ট্রায়াল এক মাসের জন্য পেয়ে যান ইউজাররা। পাশাপাশি আবার এই প্ল্যানে রয়েছে এক মাসের অ্যাপোলো ২৪/৭ সার্কেল, শ অ্যাকাডেমি এবং ফাসট্যাগে ১০০ টাকা ক্যাশব্যাক-সহ আরও একাধিক অফার।
ভোডাফোন আইডিয়া
৪০৯ টাকার রিচার্জ প্ল্যানে ভোডাফোন আইডিয়া তার গ্রাহকদের প্রতিদিন ২.৫জিবি করে ডেটা অফার করে। এয়ারটেলের ২.৫ জিবি ডেটা প্ল্যানের তুলনা ভোডাফোন আইডিয়ার প্ল্যানটি সস্তা এবং তার ভ্যালিডিটিও ২৮ দিন। এই প্রিপেড প্যাকে ইউজাররা প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠাতে পারেন এবং সেই সঙ্গেই আবার রয়েছে ট্রুলি আনলিমিটেড ভয়েস কলিং পরিষেবা। অতিরিক্ত বেনিফিটসে মধ্যে রয়েছে, ভিআই মুভিজ় অ্যান্ড টিভি ভিআইপি অ্যাকসেস, বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটস অফার। সবদিক থেকে দেখতে গেলে, ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে ২.৫ জিবির এই ডেটা প্ল্যানের বিকল্প নেই।
আরও পড়ুন: ২৯৯ টাকা ও ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এল বিএসএনএল, দুটোতেই ৩জিবি করে ডেটা
আরও পড়ুন: ভোল বদলে নতুন রূপে ধরা দিতে চলেছে জিমেল, লেআউট পরিবর্তনের পর কেমন হবে লুক?