Wireless Chargers: মাত্র 1,999 টাকায় ছোট্ট ট্রান্সপারেন্ট চার্জার নিয়ে এল Promate, আকর্ষণীয় লুক ও ফিচার
ট্রান্সপারেন্ট সিরিজ়ের এই ওয়্যারলেস চার্জিং প্রোডাক্টগুলি MagSafe চার্জিং প্রযুক্তির সঙ্গে ইঞ্জিনিয়ার করা হয়েছে। যে কোনও মোবাইল ফোন-সহ অন্যান্য গ্যাজেট, এমনকী আইফোনেও চার্জিংয়ের জন্য কাজে আসবে ওয়্যারলেস ডিভাইসগুলি। প্রোডাক্টগুলি কেবলই Amazon থেকে কিনতে পারবেন কাস্টমাররা। এদের দাম শুরু হচ্ছে 1999 টাকা থেকে এবং তা যাচ্ছে 7999 টাকা পর্যন্ত।
চমৎকার একটি ট্রান্সপারেন্ট ওয়্যারলেস চার্জার লঞ্চ হল ভারতে। অ্যামাজ়নের সঙ্গে জুটি বেঁধে সেই ট্রান্সপারেন্ট সিরিজ়টি লঞ্চ করেছে Promate। তবে এই ট্রান্সপারেন্ট সিরিজ়ে একাধিক প্রোডাক্ট রয়েছে। অওরাফোল্ড, ট্রান্সফোল্ড এবং ম্যাগরিং এই প্রতিটি প্রোডাক্টই মোবাইল এবং ওয়্যারেবল ডিভাইসের জগতে ব্যবহারকারীদের চার্জিং অভিজ্ঞতা সম্পূর্ণ হারে বদলাতে প্রস্তুত।
ট্রান্সপারেন্ট সিরিজ়ের এই ওয়্যারলেস চার্জিং প্রোডাক্টগুলি MagSafe চার্জিং প্রযুক্তির সঙ্গে ইঞ্জিনিয়ার করা হয়েছে। যে কোনও মোবাইল ফোন-সহ অন্যান্য গ্যাজেট, এমনকী আইফোনেও চার্জিংয়ের জন্য কাজে আসবে ওয়্যারলেস ডিভাইসগুলি। প্রোডাক্টগুলি কেবলই Amazon থেকে কিনতে পারবেন কাস্টমাররা। এদের দাম শুরু হচ্ছে 1999 টাকা থেকে এবং তা যাচ্ছে 7999 টাকা পর্যন্ত।
এদের মধ্যে TransFold এবং AuraFold চার্জিং স্টেশনগুলি কেবেল ক্লাটার এবং নানাবিধ অ্যাডাপ্টারের কাজ করতে পারে। স্টেশনগুলিতে স্লিক এবং ট্রান্সপারেন্ট ফোল্ডেবল ডিজ়াইন দেওয়া হয়েছে। মোবাইল ফোনের জন্য রয়েছে 15W ম্যাগসেফ চার্জার এবং অ্যাপল ওয়াচের জন্য 3W চার্জার। আবার 5W ওয়্যারলেস চার্জিং প্যাডও রয়েছে এয়ারপডের জন্য।
এই স্টেশনগুলির দাম যথাক্রমে 3999 টাকা এবং 4999 টাকা। এগুলির ডিজ়াইন এতটাই অনন্য এবং ট্রান্সপারেন্ট, যে লুকের দিক থেকে অত্যন্ত আকর্ষণীয় হয়েছে। রয়েছে মাল্টি-ডিভাইস ফাস্ট চার্জিং পরিষেবা, যা ব্যবহারকারীদের সফিস্টিকেটেড চার্জিং অভিজ্ঞতা দিতে পারে।
আবার MagRing স্লিম চার্জারটিতে ট্রান্সপারেন্ট রিংয়ের মতো ডিজ়াইন দেওয়া হয়েছে। ডুয়াল-ডিভাইস ফাস্ট চার্জিং ক্ষমতাসম্পন্ন টু ইন ওয়ান সলিউশনটি অনায়াসে মোবাইল ও স্মার্টওয়াচ চার্জ করতে পারে। এতে মোবাইলের জন্য রয়েছে একটি 15W ম্যাগসেফ চার্জার এবং স্মার্টওয়াচের জন্য 3W চার্জার দেওয়া হয়েছে। ডিভাইসের 180 ডিগ্রি ফোল্ডেবল ডিজ়াইনটি একে খুব হাল্কা এবং পোর্টেবল করে তুলে চলেছে।