AC From Clay Pot: বরফ মিশ্রিত কনকনে হাওয়ায় ঘর ঠান্ডা করবে এই মাটির কলসির AC, দাম 500 টাকারও কম
Clay Pot AC: আপনার বাড়িতে পুরনো মাটির কলসি রয়েছে? তা দিয়েই আপনি একটি এয়ার কন্ডিশনার তৈরি করে নিতে পারেন। তার জন্য আপনার আর একটা ছোট্ট ফ্যান এবং কিছু বরফের টুকরো দরকার। কীভাবে তৈরি করবেন সেই মাটির কলসির AC?
How To Make AC At Home: গরমে একটা AC কেনা সকলের পক্ষে সম্ভব হয় না। তার কারণ, বাজেট সঙ্গ দেয় না। এই গরমের মরশুমেই এয়ার কন্ডিশনারের দাম সবথেকে চড়া হয়, যা কিনতে গিয়েও কাস্টমারদের পকেটে ছেঁকা লাগার উপক্রম হয়। একটা ভাল AC কিনতে গেলে এখন 40,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত খরচ করতে হয় গ্রাহকদের। পকেট গরম না করে এই প্রচণ্ড গ্রীষ্মে অনেকেই কুলার কিনে সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কুলারের দামও এখন অনেকটাই বেশি হয়। আর সেই তুলনায় একটা কুলার কতটাই বা আর ঘর ঠান্ডা করে! কেউ কেউ আবার পোর্টেবল AC-ও ক্রয় করেন। কিন্তু দুধের স্বাদ কী আর ঘোলে মেটে? অগত্যা অন্য উপায়ের সন্ধান করতে হয় মানুষকে। এমন একটা পরিস্থিতিতে কিছু মানুষ আজকাল বাড়িতেই Air Conditioner বানিয়ে নিচ্ছেন। হ্যাঁ, সে আবার কী? AC আবার বাড়িতে বানানো যায় নাকি! অনেকেই আছেন, যাঁরা এসি বানিয়ে নিচ্ছেন সেই সব জিনিস দিয়ে, যা আখেরে জল ঠান্ডা করে। এখন তা দিয়ে ঘরও ঠান্ডা হচ্ছে। কীভাবে মানুষ এই সব এয়ার কন্ডিশনার বাড়িতে বানাচ্ছেন, তা জানলে আপনি অবাক হয়ে যাবেন!
AC তৈরি হচ্ছে মাটির হাঁড়ি দিয়ে
বাড়িতে পুরনো মাটির কলসি দিয়েই অনেকে এয়ার কন্ডিশনার তৈরি করছেন, যা খুব ভাল কাজ করে। মাত্র 500 টাকা খরচ করেই এই ধরনের AC তৈরি করা যাচ্ছে বাড়িতে। এই ধরনের DIY (Do It Yourself) AC এতটাই দুর্দান্ত উপায়ে কাজ করে যে, আপনি ভাবতেও পারবেন না। তার থেকেও বড় কথা, মাটির পাত্র দিয়ে তৈরি করা এই এসিগুলি সম্পূর্ণ ভাবে পরিবেশ বান্ধব। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আপনি এই ধরনের এসি বাড়িতে তৈরি করে নিতে পারেন। এরকম এসি তৈরি করতে গেলে মাটির কলসিতে কিছু যন্ত্রপাতি বসাতে হয় এবং বাতাস চলাচলের জন্য বিশেষ বন্দোবস্তও করতে হয়। আপনি কীভাবে এরকম মাটির কলসির AC তৈরি করবেন বাড়িতে, তা-ই আজকে আমরা দেখে নেব।
মাটির হাঁড়ি দিয়ে বাড়িতে AC তৈরি করবেন কীভাবে?
এই ধরনের AC তৈরি করতে আপনার দরকার একটি মাটির কলসি বা হাঁড়ি। বাড়িতে পড়ে থাকা পুরনো মাটির কলসি হলেও চলবে। এখন বাড়িতে যদি পুরনো মাটির কলসি না থাকে, তাহলে আপনি দোকান থেকে একটি কিনে আনতে পারেন। মাটির কলসের দাম খুব একটা বেশি হয় না। এবার এয়ার কন্ডিশনার তৈরি করতে আপনাকে প্রথমেই এই মাটির পাত্রের নীচে কিছু ছিদ্র তৈরি করে নিতে হবে। তারপর পাত্রের ভিতরে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাখা বসিয়ে নিতে হবে।
কলসির ভিতরে এই যে হাই-পাওয়ার্ড ফ্যান আপনি বসালেন, তা বাইরের বাতাস টেনে নেবে। সেই বাতাস পরে মাটির কলসিতে তৈরি করা গর্তগুলির মাধ্যমে ফ্যানের মাধ্যমেই বেরিয়ে যাবে। তবে তার জন্য এই পাত্রে আপনাকে কিছু বরফ রেখে দিতে হবে। এবার আপনি যখনই ওই পাত্রের ভিতরের ফ্যানটা চালাবেন, তখনই সেটি বাইরের গরম হাওয়া টেনে, তা বরফের মাধ্যমে ঠান্ডা করে ছেড়ে দিয়ে আপনার ঘরটাই শেষমেশ ঠান্ডা করবে। এভাবেই আপনার নিজের হাতে তৈরি এয়ার কন্ডিশনার কাজ করবে।
তবে এই মাটির কলসিতে আপনাকে কিছু ইলেকট্রিকের কাজ করে নিতে হবে। আপনি নিজের হাতে অথবা একজন ইলেকট্রিশিয়ানকে দিয়ে কলসির উপরের অংশে একটা সুইচ বসিয়ে নিতে পারেন, যার দ্বারা আপনি ফ্যানটি চালাতে সক্ষম হবেন। তার জন্যও আপনাকে খুব একটা বেশি টাকা খরচ করতে হবে না। পাশাপাশি ঘর কতটা ঠান্ডা হচ্ছে, তা দেখার জন্য মাটির কলসিটির উপরে একটি ডিজিটাল থার্মোমিটার বসিয়ে তা থেকে রিডিংও দেখে নিতে পারবেন। সব মিলিয়ে 500 টাকারও কম খরচের এই DIY AC আপনার ঘরটা ঠান্ডা রাখতে পারবে, ঠান্ডা করবে আপনাকেও।