India Semiconductor Mission: ‘সেমিকন্ডাক্টর ডিজাইনে ভারত বিশ্বে অতুলনীয়’, বলছেন সিনক্লেয়ারের CEO

India Semiconductor Mission: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামিকাল (মঙ্গলবার) ৩ দিনব্যাপী 'SEMICON ইন্ডিয়া-২০২৫' সম্মেলনের সূচনা করবেন। এই সম্মেলনের লক্ষ্য ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে নতুন গতি দেওয়া। প্রধানমন্ত্রী মোদী নয়াদিল্লির যশোভূমিতে এই সম্মলেনের উদ্বোধন করবেন।

India Semiconductor Mission: সেমিকন্ডাক্টর ডিজাইনে ভারত বিশ্বে অতুলনীয়,  বলছেন সিনক্লেয়ারের CEO
সিনক্লেয়ারের সিইও ক্রিস রিপলেImage Credit source: ANI

Sep 01, 2025 | 11:09 PM

নয়াদিল্লি: সেমিকন্ডাক্টর শিল্পে ক্রমশ এগিয়ে চলেছে ভারত। সেমিকন্ডাক্টর শিল্পের আন্তর্জাতিক হাব হয়ে উঠছে। এই আবহে নয়াদিল্লির যশোভূমি কনফারেন্স সেন্টারে SEMICON ইন্ডিয়া ২০২৫ সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর)। চার তারিখ পর্যন্ত এই সম্মেলন চলবে। দেশের সেমিকন্ডাক্টরকে কেন্দ্র করে এই জমকালো অনুষ্ঠানের আগে সিনক্লেয়ারের সভাপতি তথা সিইও ক্রিস রিপলে বলেন, “আমরা বুঝতে পেরেছি যে ভারতের বিশেষজ্ঞরা বিশ্বে অতুলনীয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়্যারলেস প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর ডিজাইনের ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যান্য অংশের তুলনায় অনেক এগিয়ে এবং নতুন পণ্য নিয়ে আসছে।”

সিনক্লেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সংবাদমাধ্যম কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির সিইও রিপলে বলেন, তাঁরা বিশ্বাস করেন যে ভারতে যে দক্ষ বিশেষজ্ঞ পাওয়া যায়, তা আর বিশ্বের কোথাও পাওয়া যায় না। সেইজন্য তাঁরা পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি তৈরির জন্য ভারতে বিনিয়োগ করেছেন।


SEMICON ইন্ডিয়া ২০২৫ সম্মেলনে যোগ দিতে ভারতে আসা সিনক্লেয়ারের CEO ক্রিস রিপলে বলেন, “আমি যে প্রথম ট্যাবলেটটি দেখেছি তার মতো পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি তৈরিতে আমরা প্রচুর বিনিয়োগ করেছি। এই ট্যাবলেটটি ভারতে ডিজাইন করা একটি D2M চিপ দ্বারা চালিত। এটি একটি দুর্দান্ত উদাহরণ যে ভারত কীভাবে মূল ওয়্যারলেস প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর ডিজাইনে বিশ্বের অন্যান্য দেশকে ছাড়িয়ে যাচ্ছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামিকাল (মঙ্গলবার) ৩ দিনব্যাপী ‘SEMICON ইন্ডিয়া-২০২৫’ সম্মেলনের সূচনা করবেন। এই সম্মেলনের লক্ষ্য ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে নতুন গতি দেওয়া। প্রধানমন্ত্রী মোদী নয়াদিল্লির যশোভূমিতে এই সম্মলেনের উদ্বোধন করবেন। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী একাধিক কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠক করবেন। এই সম্মেলনে ২০,৭৫০ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করবেন। যার মধ্যে ৪৮টিরও বেশি দেশের ২,৫০০ জনেরও বেশি প্রতিনিধি থাকবেন।