Himalayas Images from Space: মহাকাশ থেকে কেমন লাগে হিমালয়? পৃথিবীর অনন্য রূপ ক্যামেরাবন্দি করলেন আরবের এক সুলতান
Latest Science News: সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম 'স্পেসওয়াকার' হলেন আল-নেয়াদি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ছয় মাসের মিশনে রয়েছেন। তিনি প্রায়শই তাঁর বিভিন্ন অভিক্ষতার কথা মহাকাশ স্টেশন থেকে মানুষের কাছে তুলে ধরছেন। সেখান থেকেই সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন তিনি।
মহাকাশ থেকে পৃথিবীকে ঠিক কেমন দেখায়? তা হয়তো অনেক মহাকাশচারীরাই শেয়ার করেন। কিন্তু তার কিছুটা ব্যতিক্রম ঘটেছে। সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম ‘স্পেসওয়াকার’ হলেন আল-নেয়াদি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ছয় মাসের মিশনে রয়েছেন। তিনি প্রায়শই তাঁর বিভিন্ন অভিক্ষতার কথা মহাকাশ স্টেশন থেকে মানুষের কাছে তুলে ধরছেন। সেখান থেকেই সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন তিনি। তারপরেই তার পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। নেয়াদির পোস্ট করা ছবিতে হিমালয়ের ওপরে মেঘের চাদর দেখা যাচ্ছে। সে যেন মেঘ-পাহাড়ের এক অত্যাশ্চর্য দৃশ্য। পৃথিবী বিখ্যাত এই পর্বতশ্রেণি ভারত, পাকিস্তান থেকে শুরু করে চিন, ভুটান ও নেপাল পর্যন্ত বিস্তৃত। হিমালয়ের তুষারময় চূড়াগুলি মহাকাশ থেকে অতীব সুন্দর দেখায়। আর তা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ছবিটি শেয়ার করার সময় তিনি ক্যাপশন লিখেছেন “মহাকাশ থেকে হিমালয় দেখা যাচ্ছে। সঙ্গে এভারেস্টের চূড়াও।” ছবিতে মেঘে ঘেরা বরফে ঢাকা হিমালয় দেখা যাচ্ছে।
আল-নেয়াদির পোস্টে প্রচুর মানুষ কমেন্ট করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “আপনাদের মতো মহাকাশচারীর জন্য সাধারণ মানুষ কত কিছুর সাক্ষী হতে পারে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “আশ্চর্যজনক দৃশ্য। এত মেঘে ঢাকা। দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আপনি যেখানে আছেন, সেখানে নিরাপদ থাকুন।” অন্য এক ব্যক্তি বলেছেন, “এই সুন্দর ছবিগুলি পাঠানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।” এখনও পর্যন্ত এই পোস্টটি 60 হাজারের বেশি মানুষ দেখেছেন।
The Himalayas from space 🏔️
Home to the Everest summit, the highest point above sea level on earth, these mountains are one of the iconic landmarks of our planet’s rich nature. pic.twitter.com/DiQqz0L95b
— Sultan AlNeyadi (@Astro_Alneyadi) August 12, 2023
তবে তিনি প্রথম মহাকাশচারী নন, যিনি এমন মনোমুগ্ধকর দৃশ্য শেয়ার করেছেন। এর আগে, NASA মহাকাশচারী জোশ ক্যাসাডা অরোরা বোরিয়ালিসের একটি অত্যাশ্চর্য চিত্র শেয়ার করেছেন। তিনি মহাকাশে যাওয়ার পর পৃথিবীটাকে বাইরে থেকে ঠিক কেমন দেখতে লাগে, তা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন। মনে হয়েছিল যেন, একটি সবুজ চাদরে ঘেরা রয়েছে পৃথিবী।