খালি চোখে চাঁদ দেখতে কেমন? সেটা নির্ভর করছে আমরা কোথা থেকে দেখছি। শুধু তাই নয়, কোন সময়, কোন দিন দেখছি। কারণ, প্রতি মুহূর্তেই বদলে যাবে চাঁদের রূপ। কখনও ঝলঝলে, কখনও তার সামনে থাকবে কিছুটা আঁধার। সদ্য নাসা একটি ভিডিয়ো প্রকাশ করেছে। কিছুটা মজা করেই লেখা, আপনার বিশেষ দিনে চাঁদকে কেমন দেখাবে? প্রত্যেকেরই বিশেষ দিন থাকে। জন্মদিনটাও যেমন স্পেশাল। আচ্ছা, আপনিও কি পরীক্ষা করে নিতে চান, আপনার জন্মদিনে চাঁদের রূপ কেমন থাকবে?
নাসার পোস্ট করা এই কৃত্রিম ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রতিটা দিন, মুহূর্তে বদলে যাচ্ছে চাঁদের রূপ। এর নেপথ্যে কারণও রয়েছে। সেই মুহূর্তে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, কোন সময় দেখা হচ্ছে, এসব অঙ্ক করেই এই ভিডিয়ো তৈরি করা হয়েছে। যেটা শুরুতে বলা হচ্ছিল, আপনার বিশেষ দিন। ধরে নিন, আপনার জন্মদিন ১ জানুয়ারি। নতুন বছরের শুরুর দিনটাই। সে দিন চাঁদের রূপ কেমন হবে, ভিডিয়োতে দেখতে পাবেন। পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব, দেখার সময় সবই উল্লেখ রয়েছে।
আবার কারও জন্মদিন আগামী বছর ২৫ মার্চ হলে? সে দিন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, সময় অনুযায়ী পাল্টে যাবে রূপ। একই চাঁদের লক্ষ লক্ষ রূপ দেখা যাবে। তা হলে আর কী! নিজের জন্মদিন বা কোনও বিশেষ দিন। অথবা কোনও প্রিয় মানুষের বিশেষ দিনে চাঁদের রূপ কেমন হবে, সেই তথ্যটা জেনে নিন এই ভিডিয়োতে!
What will the Moon look like on your birthday?
With data from our Lunar Reconnaissance Orbiter, we’ve created a detailed animation that will let you see what phase the Moon will be in on your special day – or any other day in 2025.pic.twitter.com/BpyrqSy7Rg
— NASA (@NASA) December 4, 2024