Truecaller এবার আপনার হয়ে ফোন কল ধরবে, প্রতারণামূলক হলে তা কেটে দেবে AI অ্যাসিস্ট্যান্ট
Truecaller AI Assistant: প্রাথমিক ভাবে 14 দিন আপনাকে এই ফিচার ব্যবহারের জন্য ট্রুকলারকে এক পয়সাও দিতে বহবে না। সেই ট্রায়াল পর্বের শেষে ট্রুকলার প্রিমিয়াম অ্যাসিস্ট্যান্ট প্ল্যানের জন্য ব্যবহারকারীদের মাসে 149 টাকা খরচ করতে হবে। প্রথম কিছু ব্যবহারকারীর জন্য অফারে তা মাত্র 99 টাকায় দেওয়া হবে।

Truecaller AI Assistant: স্ক্যাম কল বা প্রতারণমূলক ফোন কলের মাত্রা কমাতে Truecaller একটি নতুন AI-নির্ভর সহকারীকে নিয়ে এসেছে, যার নাম Truecaller Assistant। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যাসিস্ট্যান্ট মেশিন লার্নিং এবং ক্লাউড টেলিফোনির মাধ্যমে স্ক্যাম কল শনাক্ত করা হবে এবং তা স্ক্রিনেও দেখানো হবে। ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি ইতিমধ্যেই হাজির হয়েছে গুগল প্লে স্টোরে। সেখান অ্যাপটি এখনই ডাউনলোড করা যাবে। এই সহকারীকে আপনি কাস্টমাইজ় করতে পারবেন। তেমনই আবার এটি ইন্টার্যাক্টিভ এবং আপনার ডিজিটাল রিসেপশনিস্ট, যা অটোমেটিক্যালি ফোন কলের উত্তর দেবে, অযাচিত ও স্ক্যাম কল ধরবে না।
Truecaller আরও জানিয়েছে, তাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব দ্রুত ইনকামিং কলের উত্তর দিতে পারে এবং কলারের কথার সরাসরি রূপান্তরও করতে পারে। এর মাধ্যমে ইউজাররা যে শুধুই কে কল করছেন তা বুঝতে পারবেন এমনটা নয়। সেই সঙ্গেই আবার তিনি কেন কল করছেন, সেটাও বুঝতে পারবেন। তার উপরে ভিত্তি করেই একজন ফোন ব্যবহারকারী আখেরে নির্ধারণ করতে পারবেন, ফোন কলটা কি ধরা উচিত, ধরলে কেনই বা তা ধরবেন?
এই নতুন ফিচার সম্পর্কে ভারতে Truecaller এর ম্যানেজিং ডিরেক্টর ঋষিত ঝুনঝুনওয়ালা বলছেন, “এতদিন আপনি জানতে পারতেন, আপনাকে কে কল করছে। এখন ট্রুকলার আপনার সহকারী হিসেবে কাজ করবে এবং আপনার হয়ে কলারের সঙ্গে কথাও বলবে।” তাঁর আরও বক্তব্য, “প্রতারক এবং স্ক্যাম কলারদের সম্পূর্ণ ভাবে এড়াতে ব্যবহারকারীদের সাহায্য করার জন্য আমাদের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সহকারী ফিচার আমরা ইতিমধ্যেই অন্যান্য দেশে নিয়ে এসেছি এবং সেই সব দেশে ভাল সাড়াও পেয়েছি। এখন ভারতের ট্রুকলার অনুরাগীদের জন্য ফিচারটি অফার করতে পেরে আমরা খুবই খুশি।”
Truecaller AI Assistant কীভাবে কাজ করে
1) আপনার কাছে কোনও কল এলে ট্রুকলারের এআই অ্যাসিস্ট্যান্ট তা কল স্ক্রিনিংয়ের মাধ্যমে উত্তর দেবে এবং ট্রান্সক্রাইব করে আপনার কাছে তা মেসেজ হিসেবে পৌঁছে দেবে।
2) একজন ফোন ব্যবহারকারী যখন কোনও কল পাবেন, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সহকারীটি সেই কল ধরতেও পারেন আবার কেটেও দিতে পারেন। আবার সেই কল ওই সহকারীর কাছে ফরোয়ার্ডেডও হতে পারে।
3) আপনার হয়ে সেই কলটি ধরবে ওই এআই সহকারী এবং ভয়েস থেকে টেক্সটে রূপান্তর করে তা আপনার কাছে মেসেজ হিসেবে পৌঁছে দেবে। সেখান থেকেই আপনি বুঝতে পারবেন কলটি কতটা জরুরি।
4) যিনি কল করছেন, তিনি সহকারীর কাছ থেকে শুভেচ্ছাবার্তা পাওয়ার পরে আপনার ফোনের স্ক্রিনে ওই কলারের পরিচয় এবং কেন তিনি কল করেছেন, সেই কারণটি দেখতে পাবেন।
Truecaller AI Assistant এর পাঠানো মেসেজের উপরে ভিত্তি করে ইউজাররা কল সম্পর্কিত আরও তথ্য জানার জন্য একটি চ্যাট উইন্ডো খুলতে পারবেন। এবং সেই অতিরিক্ত তথ্য থেকেই তিনি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবেন, কলটা আদৌ ধরা উচিত কি না।
আপাতত 14 দিনের ট্রায়ালে Truecaller Assistant অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হাজির হয়েছে। অর্থাৎ প্রাথমিক ভাবে 14 দিন আপনাকে এই ফিচার ব্যবহারের জন্য ট্রুকলারকে এক পয়সাও দিতে বহবে না। সেই ট্রায়াল পর্বের শেষে ট্রুকলার প্রিমিয়াম অ্যাসিস্ট্যান্ট প্ল্যানের জন্য ব্যবহারকারীদের মাসে 149 টাকা খরচ করতে হবে। প্রথম কিছু ব্যবহারকারীর জন্য অফারে তা মাত্র 99 টাকায় দেওয়া হবে।
