মনে SIR ভয়, স্ত্রীর সঙ্গ ‘ছেদের’ আশঙ্কায় ‘আত্মঘাতী’ স্বামী!
SIR in Bengal: এরপরই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। অভিযোগ, SIR এর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী পারভীনা বিবির ২০০২ ভোটার তালিকায় নাম ছিল না। তারপর ফর্ম ফিল-আপ করে তিনি জমা দেন। এরপর শুনানির জন্য তাঁর স্ত্রীকে ডাকা হয়।
স্ত্রীর নামে এসে ছিল শুনানির নোটিশ। তারপর থেকে এস আই আর আতঙ্কে ভুগছিলেন নদিয়ার হোগলবেড়িয়া থানার কুচাইডাঙ্গা গ্রামের বাসিন্দা ফুজির খান। এরপরই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। অভিযোগ, SIR এর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী পারভীনা বিবির ২০০২ ভোটার তালিকায় নাম ছিল না। তারপর ফর্ম ফিল-আপ করে তিনি জমা দেন। এরপর শুনানির জন্য তাঁর স্ত্রীকে ডাকা হয়।
বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে লেখা, “আমার ভুলের সবাই সাজা পাবে, এটা আমি কিছুতেই মানতে পারছি না। তাই এই সিদ্ধান্ত নিলাম।”
Published on: Jan 20, 2026 10:25 AM
Latest Videos

