হোয়াটসঅ্যাপে এবার পেমেন্ট অপশন

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 02, 2020 | 10:02 PM

প্রায় এক বছরের বেশি সময় ধরে পেমেন্ট সার্ভিস বিষয়ক সমস্ত প্রক্রিয়া নিয়ে কাজ করছিল ফেসবুক মালিকাধীন এই অ্যাপ

হোয়াটসঅ্যাপে এবার পেমেন্ট অপশন
হোয়াটস অ্যাপে চালু হল পেমেন্ট অপশন

Follow Us

Tv9 বাংলা ডিজিটাল:  (Whatsapp) হোয়াটসঅ্যাপ ভারতের বিপুল সংখ্যক ইউজারদের জন্য চালু করতে চলেছে পেমেন্ট অপশন। প্রায় এক বছরের বেশি সময় ধরে পেমেন্ট সার্ভিস বিষয়ক সমস্ত প্রক্রিয়া নিয়ে কাজ করছিল ফেসবুক মালিকাধীন এই অ্যাপ। হিসেব বলছিল, চলতি বছর শেষ হওয়ার আগে ভারতে চালু হয়ে যাবে হোয়াটস অ্যাপের পেমেন্ট অপশন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) অনুমোদন দেওয়ার পরে এই পরিষেবা সরকারিভাবে চালু হতে চলেছে। ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় চল্লিশ কোটি, তবে বিশ্বব্যাপী কেবলমাত্র দু’কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কাছে পেমেন্ট অপশনের পরিষেবা দেওয়া হবে। প্রতিটি থার্ড পার্টি পেমেন্টের অ্যাপের মাধ্যমে হওয়া মোট পেমেন্টের উপর ৩০ শতাংশের ঊর্দ্ধসীমা বসানো হবে বলে জানিয়েছে এনপিসিআই। এই নিয়ম লাগু হবে ১লা জানুয়ারি, ২০২১।

এনপিসিআইএর শর্তাবলীর মেনে চলার চালু থাকা থার্ড পার্টি ইউপিআই (UPI) অ্যাপ্লিকেশনগুলো দু’বছর পাবে। যদি হোয়াটসঅ্যাপ অ্যাপ পেমেন্টস অপশন আপনার ফোনে রয়েছে, জেনে নিন কীভাবে অ্যাকাউন্ট সেটআপ, টাকাপয়সা প্রেরণ বা গ্রহণ করবেন। মনে রাখবেন, হোয়াটস অ্যাপ আপডেটে থাকলে পেমেন্ট অপশনের যাবতীয় পরিষেবা আপনি পেতে পারেন। তাই আপনার অ্যান্ড্রয়েডআইওএস ফোনে গুগল প্লে অপশনে গিয়ে হোয়াটসঅ্যাপটি আপডেট করুন।

ইউপি অপশন হোয়াটসঅ্যাপেও

কীভাবে সেট আপ করবেন আপনার পেমেন্ট অ্যাকাউন্ট?

: হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন খুলুন এবং স্ক্রিনের উপরে ডানদিকের করনারে তিনটের আইকনে ক্লিক করন।

: পেমেন্ট অপশনে ট্যাপ করুন। অ্যাড করুন পেমেন্ট মেথড। একটি লিস্ট দেখতে পাবেন যেখানে বেশ কয়েকটি ব্যাঙ্কের নাম রয়েছে।

: আপনি যেই নির্দিষ্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডার সেই ব্যাঙ্ককে নির্বাচন করুন। আপনার ফোন নম্বরটি (যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেরঙ্গে যুক্ত) যাচাই করা হবে। ক্লিক করার পর আপনাকে ভেরিফিকেশন মেসেজ পাঠানো হবে। মনে রাখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বরটি এবং হোয়াটসঅ্যাপ নম্বরটি কিন্তু একই হতে হবে।

: ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হল। লেনদেন চালানোর জন্য বাকি পেমেন্ট অ্যাপ্লিকেশনগুলোর মতো আপনাকে হোয়াটসঅ্যাপেও ইউপিআই (UPI) পিন সেট করতে হবে। এরপরেই আপনি আপনার নির্বাচিত ব্যাঙ্কটিকে পেমেন্ট অপশনে দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপ পেমেন্টের ইন্টারফেস

কীভাবে টাকা দেওয়ানেওয়া করবেন?

: হোয়াটসঅ্যাপে যাকে টাকা পাঠাবেন তার চ্যাটবক্স খুলুন এবং অ্যাড আইকনে ক্লিক করুন

: পেমেন্ট অপশনে ট্যাপ করুন। ‘অ্যাড মানি’তে ক্লিক করুন। কত টাকা আপনি পাঠাতে চান, তা টাইপ করুন।

: টাকা পাঠানের প্রক্রিয়া শেষ করতে আপনাকে আপনার ইউপিআই পিনটি দিতে হবে। লেনদেন শেষ হলে, আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

Next Article