প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করল শাওমি, রয়েছে ৮ ইঞ্চির বড় স্ক্রিন

Sohini chakrabarty |

Apr 22, 2021 | 7:39 PM

এই ফোনের ক্যামেরাতেও রয়েছে অত্যাধুনিক ফিচার। থাকছে ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং HM2 মেন সেনসর।

প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করল শাওমি, রয়েছে ৮ ইঞ্চির বড় স্ক্রিন
এই ফোনে রয়েছে এজ টু এজ ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে বটম সেলফি ক্যামেরা।

Follow Us

প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করল শাওমি। চিনে লঞ্চ হয়েছে এমআই মিক্স। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ২ এবং Huawei Mate X2- এর লুক অ্যান্ড ফিলের সঙ্গে তুলনা করা হচ্ছে শাওমির এই ফোনের। জানা গিয়েছে, এই মডেলই শাওমির প্রথম ফোন যেখানে ব্যবহার করা হয়েছে Surge C1 image signal processor (ISP) এবং লিকুইড লেন্স টেকনোলজি।

অত্যাধুনিক এই ফোনের দাম কত?

এমআই মিক্স ফোল্ডের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম চিনের মুদ্রায় CNY 9,999। ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ১,১২,১০০ টাকা। ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম CNY 10,999। ভারতীয় মুদ্রায় দাম ১,২৩,৩০০ টাকা। আর ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের দাম CNY 12,999। ভারতীয় মুদ্রায় এর দাম ১,৪৫,৭০০ টাকা। শাওমির অফিশিয়াল সেল চ্যানেল থেকে কেনা যাবে এই ফোন। আগামী ১৬ এপ্রিল থেকে কেনা যাবে ফোন। ৩০ মার্চ থেকে এমিআই মিক্স ফোল্ডের জন্য প্রিবুকিং শুরু হয়ে গিয়েছে।

এমআই মিক্স ফোল্ডের ফিচার-

১। এই ফোনে রয়েছে এজ টু এজ ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে বটম সেলফি ক্যামেরা। এই ফোনে রয়েছে ২কে স্ক্রিন। এছাড়াও থাকছে ডেস্কটপ মোড।

২। ফোল্ডেবল এই ফোনে রয়েছে দুটো স্ক্রিন। আউটার স্ক্রিনের ডিসপ্লে ৬.৫২ ইঞ্চি। এখানে রয়েছে AMOLED panel। ইনার ফোল্ডিং স্ক্রিনের ৮.০১ ইঞ্চি। সঙ্গে থাকছে WQHD resolution।

৩। এই ফোনের ফুল ডেস্কটপ মোডের ক্ষেত্রে একাধিক রিসাইজ করা যায় এমন উইন্ডোজ ব্যবহার করা যাবে।

৪। ইউ শেপের এই ফোনে রয়েছে ৫জি এনাবেল Snapdragon 888 chip। সেই সঙ্গে থাকছে ১২ জিবি এবং ১৬ জিবি র‍্যাম। এছাড়াও থাকছে ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ। এই ফোনের ব্যাটারি 5020mAh। তার সঙ্গে থাকছে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ারলেস চার্জিংয়ের অপশন নেই এই ফোনে।

৫। এই ফোনের ক্যামেরাতেও রয়েছে অত্যাধুনিক ফিচার। ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং HM2 মেন সেনসরের সঙ্গে থাকছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল জুম সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এর সঙ্গে রয়েছে কোয়াড স্টিরিও স্পিকার এবং ‘বাটারফ্লাই’ কুলিং সিস্টেম।

Next Article