বন্ধুদের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন সিনেমা, ওয়েব সিরিজ নিয়ে কথা হচ্ছে। কিন্তু আপনি তাতে সামিল হতে চেয়েও হতে পারছেন না। তার কারণ হল Netflix এবং Disney + Hotstar-এর মতো OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন আপনার নেওয়া নেই। ফলে নতুন যে কোও সিনেমা, ওয়েব সিরিজ আপনি দেখতেই পারছেন না। আর তার থেকেও বড় কথা, OTT-এর ক্রেজ এতটাই বেড়েছে যে, এখন মানুষ টিভি ছেড়ে OTT প্ল্যাটফর্মেই চোখ রাখে অবসর সময়ে। কিন্তু আপনাকে এমন একটি প্ল্যানের কথআ জানানো হবে, যাতে আপনাকে আলাদা করে Netflix এবং Disney + Hotstar-এর মতো OTT প্ল্যাটফর্মগুলিকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন করতে হবে না।
ভাবছেন তো, তাহলে কী করতে হবে? ফোনে এয়ারটেল সিম ব্যবহার করলেই আপনি সেই সব সুবিধা পাবেন। তাতে রিচার্জ করলেই আলাদা করে আর টাকা খরচ করতে হবে না। কোম্পানির দু’টি প্ল্যান রয়েছে। আর তার দাম 839 টাকা এবং 1499 টাকা। এই দুটি প্ল্যানেই আপনি অনেক দিনের মেয়াদ ও ফ্রি কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন।
839 টাকার প্ল্যান:
এয়ারটেলের এই প্ল্যানে গ্রাহকদের 84 দিনের বৈধতা দেওয়া হয়। এই প্ল্যানে আপনি প্রতিদিন 2 জিবি ডেটা পেয়ে যাবেন। অতিরিক্ত সুবিধার কথা বললে, এই প্ল্যানে গ্রাহকদের 100SMS-এর সুবিধা দেওয়া হয়। এছাড়া এতে ফ্রি কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এই প্ল্যানের সবচেয়ে বিশেষ বিষয় হল এতে আপনি Disney Plus Hotstar-এর সাবস্ক্রিপশন পাবেন। আর এই সুবিধা পেয়ে যাবেন 3 মাসের জন্য। অর্থাৎ একবার রিচার্জ করলে 3 মাস আর কোনও চিন্তা থাকবে না।
1,499 টাকার প্ল্যান:
এই প্ল্যানেও আপনি 84 দিনের বৈধতা পেয়ে যআবেন। তবে সেক্ষেত্রে আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হবে। যদিও সুবিধা অনেক বেশি পাবেন। এতে প্রতিদিন 3 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে দেওয়া হবে মোট 252 জিবি ডেটা। প্ল্যানে প্রতিদিন 100টি SMS এর সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানের সবচেয়ে বিশেষ জিনিস হল এর OTT সুবিধা। আপনি এতে বেসিক Netflix সাবস্ক্রিপশন পাবেন।