SIR শুরু হতেই পিলপিল করে বেরচ্ছে বাংলাদেশি! কোথায় ছিল এতদিন?
Bangladeshi: জানা গিয়েছে, ধৃত ৫ জন মহিলা ও ৫ জন পুরুষ অনুপ্রবেশ করে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেছিল এবং এখানেই থাকছিল। এখন এসআইআর শুরু হতেই, ধরা পড়ার ভয়ে তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল।
SIR আবহে ফের গ্রেফতার বাংলাদেশি। নদিয়ার হাঁসখালি থেকে ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এরা উমরপুর সীমান্তে লুকিয়ে ছিল। বাংলাদেশিদের আশ্রয় ও মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুইজন দালালকে। জানা গিয়েছে, ধৃত ৫ জন মহিলা ও ৫ জন পুরুষ অনুপ্রবেশ করে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেছিল এবং এখানেই থাকছিল। এখন এসআইআর শুরু হতেই, ধরা পড়ার ভয়ে তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশের কাছে খবর আসে যে হাঁসখালির ওই বাড়িতে বাংলাদেশিরা লুকিয়ে আছে। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে ১০ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।