SIR-এ বাংলায় ২ কোটির বেশি নাম বাদ যাবে? কী বললেন সুব্রত গুপ্ত
SIR in Bengal: TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুব্রত গুপ্ত হিসেব দিয়ে বলেন, "৩২ লক্ষ নাম আনম্যাপড। ১ কোটির কিছু বেশি নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা গিয়েছে। এর মধ্যে বেশিরভাগই নামের বিভ্রাট। যদি ধরেও নিই সব নাম বাদ যাবে, তাহলেও ২ কোটি হচ্ছে না।"
বাংলায় এসআইআর সম্পূর্ণ হলে কত নাম বাদ যাবে, তা নিয়ে নানা জল্পনা রয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ২ কোটির বেশি নাম বাদ যেতে পারে। সেটা কি সত্যি? উত্তর দিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।
TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুব্রত গুপ্ত হিসেব দিয়ে বলেন, “৩২ লক্ষ নাম আনম্যাপড। ১ কোটির কিছু বেশি নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা গিয়েছে। এর মধ্যে বেশিরভাগই নামের বিভ্রাট। যদি ধরেও নিই সব নাম বাদ যাবে, তাহলেও ২ কোটি হচ্ছে না।”