3 Cr Fund: মাসে ৬ হাজার জমিয়েই কয়েক কোটি টাকার তহবিল!

Jan 14, 2026 | 6:36 PM

Retirement Fund, 3 Crore Fund: আপনার বয়স যদি মাত্র ২৫ বছর হয় তাহলে মাসে মাত্র ৫ হাজার ৫০০ টাকা জমিয়ে আপনি ৩৫ বছরে ৩ কোটির গণ্ডি ছুঁতে পারেন। অর্থাৎ, আপনার বয়স ৬০ যখন হবে, সেই সময় আপনার কাছে ৩ কোটি টাকার একটা তহবিল থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, সসম্মানে অবসরের জন্য অন্তত ৩ কোটি টাকার একটি তহবিল থাকা জরুরি। এই পরিমাণ টাকা থাকলে মাসে অন্তত ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করা সম্ভব। যা দিয়ে আজ থেকে ১৫ বছর বা ৩০ বছর পরও আপনার দৈনন্দিন খরচ এবং চিকিৎসার খরচ, সবই সামলাতে পারবেন।

আপনার বয়স যদি মাত্র ২৫ বছর হয় তাহলে মাসে মাত্র ৫ হাজার ৫০০ টাকা জমিয়ে আপনি ৩৫ বছরে ৩ কোটির গণ্ডি ছুঁতে পারেন। অর্থাৎ, আপনার বয়স ৬০ যখন হবে, সেই সময় আপনার কাছে ৩ কোটি টাকার একটা তহবিল থাকবে।

Published on: Jan 14, 2026 06:09 PM