Semiconductor in India: অসমের মরিগাঁও, গুজরাতের সানন্দ ও ধোলেরায় ৩ সেমিকন্ডাক্টর কারখানা চালু হতে যাচ্ছে

৬০ বছর পর অবশেষে শুরু হতে চলেছে কাজ। যা বাস্তবায়িত হলে অনেকে বলছেন দেশে আসবে শিল্প বিপ্লব। ১৯৬২ সালে দেশে প্রথম সেমি-কন্ডাক্টর তৈরির কারখানা খোলার কথা হয়। যদিও সে পরিকল্পনা এতদিনেও দিনের আলো দেখেনি। অবশেষে অসমের মরিগাঁও, গুজরাতের সানন্দ ও ধোলেরায় ৩ সেমিকন্ডাক্টর কারখানা চালু হতে যাচ্ছে।

Semiconductor in India: অসমের মরিগাঁও, গুজরাতের সানন্দ ও ধোলেরায় ৩ সেমিকন্ডাক্টর কারখানা চালু হতে যাচ্ছে
| Edited By: | Updated on: Jul 03, 2024 | 11:58 PM

৬০ বছর পর অবশেষে শুরু হতে চলেছে কাজ। যা বাস্তবায়িত হলে অনেকে বলছেন দেশে আসবে শিল্প বিপ্লব। ১৯৬২ সালে দেশে প্রথম সেমি-কন্ডাক্টর তৈরির কারখানা খোলার কথা হয়। যদিও সে পরিকল্পনা এতদিনেও দিনের আলো দেখেনি। অবশেষে অসমের মরিগাঁও এবং গুজরাতের সানন্দ ও ধোলেরায় একসঙ্গে ৩টি সেমিকন্ডাক্টর কারখানা চালু হতে যাচ্ছে। ভোটের আগে যেসবের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। অসমে কারখানা তৈরি করছে টাটারা। লগ্নি ২৭ হাজার কোটি। সরকার বলছে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ৩০ হাজার মানুষের কাজ হবে এ কারখানা থেকে। আর গুজরাতে তাইওয়ানের সংস্থা লগ্নি করবে প্রায় ১ লক্ষ কোটি টাকা। সেখানেও প্রচুর কাজের সুযোগ তৈরি হবে।

Follow Us: