5 Cause Of Market Crisis: নির্বাচনে ট্রাম্পের জয় থেকে এবারের বাজেট, ঠিক কোন কোন কারণে পড়ছে ভারতের বাজার?
Market Crisis: নির্বাচনে ট্রাম্পের জয় থেকে এবারের বাজেট। ভারতের বাজারের এই ধস নামার পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ।
সেপ্টেম্বরের ২৬ তারিখ নিফটি ৫০ বন্ধ হয়েছিল ২৬ হাজার ২১৬ পয়েন্টে। সেপ্টেম্বরের শেষ থেকে জানুয়ারির শেষ, এই ৪ মাসে সূচক পড়েছে প্রায় ১৩ শতাংশ। এই সময়ের ব্যবধানে সেনসেক্স পড়েছে প্রায় ১২.২০ শতাংশ। কিন্তু হঠাৎ কী হল, যে ক্রমশ নামছে ভারতের বাজার?
ভারতের বাজারের এই ধস নামার পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। যা নিয়ে আলোচনা করা হল এই ভিডিয়োয়।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।