দুর্ঘটনায় অজিত পওয়ার, ২ পাইলট-সহ ৫ জনের মৃত্যু: DGCA

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 28, 2026 | 5:55 PM

বারামতি, সকাল থেকেই মহারাষ্ট্রের এই এলাকায় ঘন কুয়াশা ছিল। যে এলাকায় অজিত পওয়ার যাচ্ছিলেন, সেটি একটি পাহাড়ি এলাকা। স্বাভাবিকভাবেই সেখানে বিমানটি যখন যাচ্ছে, সেখানকার আবহাওয়া সম্পর্কে আগাম খবর কর্তৃপক্ষের কাছে থাকা অত্যাবশ্যক।

রামতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের।ঘটনায়  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ তদন্তের দাবি জানালেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন।  দুর্ঘটনায় অজিত পওয়ার, পাইলট-সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। বারামতি, সকাল থেকেই মহারাষ্ট্রের এই এলাকায় ঘন কুয়াশা ছিল। যে এলাকায় অজিত পওয়ার যাচ্ছিলেন, সেটি একটি পাহাড়ি এলাকা। স্বাভাবিকভাবেই সেখানে বিমানটি যখন যাচ্ছে, সেখানকার আবহাওয়া সম্পর্কে আগাম খবর কর্তৃপক্ষের কাছে থাকা অত্যাবশ্যক। তা সত্ত্বেও কেন অনুমতি দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে, সকাল থেকে ওই এলাকায় দৃশ্যমানতা সম্পূর্ণভাবে শূন্য ছিল।