Rosogolla: ৫০ হাজার রসগোল্লা বিলি, চেটেপুটে খেল শহরবাসী, কেন বলুন তো?
Rosogolla Day: রসগোল্লা তুমি কার! সেই নিয়ে আইনি টানাপোড়েনের পর আট বছর আগে ওড়িশাকে হারিয়ে জিআই স্বীকৃতি পায় বাংলা। মিষ্টান্ন ব্যবসায়ী শৈবাল মোদক ও অমিতাভ দে'রা বলেন, "আমরা সকলে মিলে এই দিনটি কে পালন করছি।এবার তাই মানুষকে আনন্দের সঙ্গে মিষ্টি খাওয়ানো হচ্ছে।"
“মিষ্টি খেলে সুগার হয় না, সুগার হলে মিষ্টি খেতে নেই”, এই কথাকেই আপ্তবাক্য মেনে চলছেন হুগলির মিষ্টান্ন ব্যবসায়ীরা। রসগোল্লার জিআই স্বীকৃতির অষ্টম বর্ষে রসগোল্লা দিবস পালন করল স্বতন্ত্র হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। রসগোল্লা দিবস উদযাপন করতে চুঁচুড়ার ঘড়ির মোড়ে পঞ্চাশ হাজার রসগোল্লা বিলি হল।
লাইন দিয়ে দাঁড়িয়ে চেটেপুটে খেলেন শহরবাসী।
রসগোল্লা তুমি কার! সেই নিয়ে আইনি টানাপোড়েনের পর আট বছর আগে ওড়িশাকে হারিয়ে জিআই স্বীকৃতি পায় বাংলা। মিষ্টান্ন ব্যবসায়ী শৈবাল মোদক ও অমিতাভ দে’রা বলেন, “আমরা সকলে মিলে এই দিনটি কে পালন করছি।এবার তাই মানুষকে আনন্দের সঙ্গে মিষ্টি খাওয়ানো হচ্ছে। আগামিদিনে এভাবেই মিষ্টি বিলি করা হবে। এরপর বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমেও দেওয়া হবে।”