Fish Fair: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অদূরে বসে ৫১৯ বছর পুরনো মাছের মেলা

| Edited By: Avra Chattopadhyay

Jan 20, 2026 | 9:54 AM

Fish Fair in Hooghly: একাংশ বলেন, আনুমানিক ৫১৯ বছরের পুরনো এই মাছের মেলা।১লা মাঘ এই মেলা হয় প্রতিবছর। রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি সংলগ্ন এলাকায় বসে মেলা। মেলায় মাছের পাশাপাশি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জিলিপি বাদাম ঝুঁড়ি পিঁড়ি কুলো পেতে থেকে মনোহারি সবই পাওয়া যায়।

হুগলি: হাজার হাজার কেজি মাছ ফুরিয়ে যায় চোখের নিমেষে, রাঘব বোয়াল থেকে টুনা। শংকর থেকে পোনা মাছ — কিনতে ভিড় জমান ক্রেতারা। প্রতিবছর এই সময় নানা ধরনের মাছের সম্ভারে জমজমাট হয়ে ওঠে দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলা। একাংশ বলেন, আনুমানিক ৫১৯ বছরের পুরনো এই মাছের মেলা।১লা মাঘ এই মেলা হয় প্রতিবছর। রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি সংলগ্ন এলাকায় বসে মেলা। মেলায় মাছের পাশাপাশি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জিলিপি বাদাম ঝুঁড়ি পিঁড়ি কুলো পেতে থেকে মনোহারি সবই পাওয়া যায়।

Published on: Jan 20, 2026 09:53 AM