সরকারী রাখী তৈরির বরাত পেয়ে হাসি ফুটেছে কালনার রাখী শিল্পীদের।কেননা একসাথে ৬.৫ লক্ষ রাখী তৈরীর সরকারী বরাত।রাজ্যের যুব কল্যাণ দপ্তরের তরফে এই বরাত মিলেছে কালনার উইভার্স আর্টিজেন্ট ওয়েলফেয়ার সোসাইটির।চলতি মাসের শেষের দিকেই রাখী প্রস্তুত করে হস্তান্তর করতে হবে।পুজোর আগেই সরকারী রাখী তৈরীর বরাত পেয়ে মোটা অংকের টাকা হাতে পাওয়ার খুশিতে এখন রাখী শিল্পীরা।