৮ পুরসভায় ৬০০ ভুয়ো নিয়োগ! আমলার নামে চার্জশিটে
৮ পুরসভায় ৬০০ ভুয়ো নিয়োগ করা হয়েছে বলে সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে। জোতিষ্মান চট্টোপাধ্যায়ের নামে অনুমোদনের জন্য রাজ্যের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এই মামলায় চার্জ গঠন করে শুনানি শুরুর জন্য আবেদন করা হয়েছে।
বিধানসভা নির্বাচনের আগেই পুর-দুর্নীতি মামলায় কোমর বেঁধে ময়দানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় ও একটি সংস্থার নামে চার্জশিট। ৮ পুরসভায় ৬০০ ভুয়ো নিয়োগ করা হয়েছে বলে সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে। জোতিষ্মান চট্টোপাধ্যায়ের নামে অনুমোদনের জন্য রাজ্যের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এই মামলায় চার্জ গঠন করে শুনানি শুরুর জন্য আবেদন করা হয়েছে। নেই কোনও মন্ত্রী বা প্রভাবশালীর নাম। দক্ষিণ দমদম, কামারহাটি, বরাহনগর, উত্তর দমদম, রানাঘাট-সহ আটটি পুরসভার নাম চার্জশিটে।

