Coal Case: ৮ ব্যবসায়ীকে কয়লা-কাণ্ডে ডেকে পাঠাল ইডি

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 13, 2026 | 11:18 PM

Coal Scam: ব্য়বসায়ী কৃষ্ণমুরারী কয়াল ও নরেন্দ্র খারকর সহ আটজনকে তলব করেছে ইডি। চলতি সপ্তাহে এই ব্যবসায়ীদের তলব করা হয়েছে। যদিও কৃষ্ণমুরারির বয়ান রেকর্ড হয়ে গিয়েছে। তবে জানা যাচ্ছে, আইপ্যাকের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই।

আইপ্যাকের ঘটনার মধ্যেই এবার কয়লাকাণ্ডের তদন্তে ইডি। কয়লা চুরি থেকে কয়লা পাচারের নয়া মামলায় আট ব্যবসায়ীকে তলব ইডি। ব্য়বসায়ী কৃষ্ণমুরারী কয়াল ও নরেন্দ্র খারকর সহ আটজনকে তলব করেছে ইডি। চলতি সপ্তাহে এই ব্যবসায়ীদের তলব করা হয়েছে। যদিও কৃষ্ণমুরারির বয়ান রেকর্ড হয়ে গিয়েছে। তবে জানা যাচ্ছে, আইপ্যাকের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই।