Katwa News: রাস্তায় দাঁড়িয়ে হাত বাড়ালেই ধরা যাবে ৪২০ ভোল্টের বিদ্যুতের তার, উদাসীন বিদ্যুৎ দপ্তর

কোথাও গাছের ডালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বৈদ্যুতিক তার নুইয়ে পড়েছে রাস্তায়।আবার কোথাও এই বৈদ্যুতিক তার এতটাই নীচে যে রাস্তায় গাড়ি গেলে ছিড়ে যায় তার।না সরানো পর্যন্ত বিদ্যুৎ হীন থাকে এলাকা।অভিযোগ গত দু বছর ধরেই এমন বিপদজনক ভাবে বিদ্যুতের তার ঝুলে রয়েছে কাটোয়ার চুরপুনি গ্রামের বিভিন্ন পাড়ায়।দপ্তরকে বারবার জানালেও তারা উদাসীন।যা নিয়ে দিন দিন ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা

Katwa News: রাস্তায় দাঁড়িয়ে হাত বাড়ালেই ধরা যাবে ৪২০ ভোল্টের বিদ্যুতের তার, উদাসীন বিদ্যুৎ দপ্তর
| Edited By: | Updated on: May 18, 2023 | 11:30 PM

রাস্তার খুব নীচে দিয়ে ঝুলে রয়েছে ৪২০ ভোল্টের বৈদ্যুতিক তার। যা হাত বাড়ালেই ধরা যায়।কোথাও গাছের ডালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বৈদ্যুতিক তার নুইয়ে পড়েছে রাস্তায়।আবার কোথাও এই বৈদ্যুতিক তার এতটাই নীচে যে রাস্তায় গাড়ি গেলে ছিড়ে যায় তার।না সরানো পর্যন্ত বিদ্যুৎ হীন থাকে এলাকা।অভিযোগ গত দু বছর ধরেই এমন বিপদজনক ভাবে বিদ্যুতের তার ঝুলে রয়েছে কাটোয়ার চুরপুনি গ্রামের বিভিন্ন পাড়ায়।দপ্তরকে বারবার জানালেও তারা উদাসীন।যা নিয়ে দিন দিন ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।অভিযোগ বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় গত বুধবার গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের।তবুও এখনো ঝুলে থাকা তার সরিয়ে নেবার উদ্যোগী হয়নি দপ্তর।যদিও এই বিষয়ে খুব তাড়াতাড়ি তার উঁচুতে করার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ দপ্তর।

গত বুধবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির সময় রাস্তায় পড়ে গিয়ে বৈদ্যুতিক পোলের টানা তার লেগে মৃত্যু হয় সুমন মন্ডল নামে এক যুবকের।এর পরেই ক্ষোভে ফুঁসতে থাকে গ্রামবাসীরা।আজ গ্রামে গিয়ে দেখা যায় রাস্তার খুব নীচে দিয়ে ঝুলে রয়েছে বৈদ্যুতিক তার।যেন দাঁড়িয়ে হাত দিয়েই ধরা যাবে এই তার।বোঝায় ট্রাক্টর বা উঁচু গাড়ি গেলেই মূহুত্বর মধ্যে গাড়ির ডালা চলে আসবে তারের স্পর্শে।গাছের মধ্যে জড়িয়ে থাকা তার ঝড় বৃষ্টি হলেই ফ্যাশিং হয়ে আগুনের ফুলকি ঝরে পড়ে।বিভিন্ন পাড়ায় রক্ষণাবেক্ষণ অভাবে হেলে রয়েছে বৈদ্যুতিক পোল।মাঝে মাঝেই বিভিন্ন কারনে ছিড়ে যায় তার।ফের জোড়াতালি দিয়ে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। বিপদজনক ভাবে এই তার ঝুলে থাকার জন্য গ্রামের শিশুদের একা বাইরে যেতে দেয়না পরিবার।গ্রামবাসীরা জানান বহুবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোন লাভ হয়নি।

Follow Us: