Arambagh Missing News: ঘুরতে গিয়ে কলেজের ছাত্র নিখোঁজ
কলেজ থেকে কলেজ ট্যুরে যাওয়া হয়েছিল ঝাড়খন্ডে। ফেরার পথে ওড়শার কেওনঝাড়ে একটি জলপ্রপাতে নামেন অনেকেই।কিন্তু সেই সময়ে দুই ছাত্র পড়ে যায় বলে অভিযোগ। একজন আহত হলেও বাইশ বছরের তারাশঙ্কর সরকার নামের এক ছাত্র প্রায় কুড়ি ফুট নিচে পড়ে যায় ও জলের তোড়ে ভেসে যায়। তার দেহ খুঁজে পাওয়া যায়নি। তার বাড়ি আরামবাগের ৩ নং ওয়ার্ডের ব্যানার্জিপাড়ায়।
কলেজ থেকে কলেজ ট্যুরে যাওয়া হয়েছিল ঝাড়খন্ডে। ফেরার পথে ওড়শার কেওনঝাড়ে একটি জলপ্রপাতে নামেন অনেকেই।কিন্তু সেই সময়ে দুই ছাত্র পড়ে যায় বলে অভিযোগ। একজন আহত হলেও বাইশ বছরের তারাশঙ্কর সরকার নামের এক ছাত্র প্রায় কুড়ি ফুট নিচে পড়ে যায় ও জলের তোড়ে ভেসে যায়। তার দেহ খুঁজে পাওয়া যায়নি। তার বাড়ি আরামবাগের ৩ নং ওয়ার্ডের ব্যানার্জিপাড়ায়। তিনি কলকাতার আশুতোষ কলেজের এনভারনমেন্টাল সায়েন্সের এমএ সেকেন্ড ইয়ারের ছাত্র।
কলেজের টিমের সঙ্গে ওডিশার কেনওনঝড়ে গিয়েছিল দিন চারেক আগে। বৃহস্পতিবার দুপুরের ট্রেনে ফেরার কথা ছিল। তার আগে এদিন সকালে কোনও একটা পাহাড়ের জলপ্রপাত দেখতে যান তারা। সামনে এক বন্ধু পড়ে যায়। আর তিনিও সেল্ফি তুলতে গিয়ে পড়ে যান পাহাড়ের পাশের জলপ্রপাতে বলে অভিযোগ আর সেই জলের তোড়েই তিনি ভেসে যান ও নিখোঁজ হয়ে যান। পুলিশকে খবর দিয়ে উদ্ধারকাজ শুরু করিয়েছেন শিক্ষিকেরা কিন্তু, নকশাল এলাকা হওয়ায় সন্ধ্যা নামতেই উদ্ধারকাজ থামিয়ে দিয়েছে পুলিশ। পরিবার গিয়েছে ওডিশায়।
এদিকে খবর পাওয়ার পরেই আরামবাগ থেকে তারাশংকরের এক দাদা ও দুই কাকা এলাকায় হাজির হন। তাদের সাথে পরিবারের সদস্যদের কথা হয়। সেখানেই তারা বুঝতে পারেন যে কোথাও কোন গলদ আছে।পরিবারের দাবি,এই ঘটনার পিছনে কোন গুরুতর পরিকল্পনা আছে। রহস্য রয়েছে। তা নাহলে যে ছেলেটি আগে পড়ল তার কিছু হল না আর তার পরেই তারাশংকর পড়েই নিখোঁজ হয়ে গেলো।এর পাশাপাশি তাদের আরোও অভিযোগ, কোন উদ্ধার কার্য করানো হয়নি।কলেজের পক্ষ থেকেও কোন সহযোগিতা করা হয়নি।ঘটনাকে নিয়ে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।