Viral Video: বিয়ের আসরে বসে বসে যেন আর পারলেন না বর, ঘুমের দেশে ঢলে পড়লেন যুবক

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Mar 16, 2023 | 8:38 PM

এমন ঘটনাও ঘটে! অসমে এক বিয়েবাড়িতে নিজের বিয়েতেই ঘুমিয়ে পড়লেন পাত্র। নেশার ঠেলাতে আর বসে থাকতে পারলেন না। ঢলে পড়লেন অন্যের কোলে।

অসমে একটি বিয়ের ঘটনা নেটিজ়েনদের অবাক করেছে। ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল,বিবাহবাসরে বসে রয়েছেন বর। তার অবস্থা মোটেই ভাল নয়। কোনও রকমে বসেছিলেন। কিন্তু তিনি বেশিক্ষণ জেগে থাকতে পারলেন না। একজনের কোলে গিয়ে ঘুমিয়ে পড়লেন। বিয়ের আচার-অনুষ্ঠান চলাকালীন সময়েই বরকে অনেক সংগ্রাম করতে দেখা গিয়েছে। অবস্থা এতটাই সংকটজনক ছিল যে,বরের পিছনে আর একটা লোক বসে থেকে তাঁকে সাপোর্ট দেন। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন কনে। বরের কাণ্ডকারখানা দেখে কনে এতটাই রেগে যান যে,বিয়েটাই বাতিল করে দেন। তবে পাত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন গ্রামের প্রধান এবং স্থানীয় মানুষজন। কনের এক আত্মীয় বলেন,’শুধু বর নয়, তাঁর বাবাও গাড়ি থেকে নামতে পারছিলেন না। কারণ,ওরা দুজনেই আকণ্ঠ মদ্যপান করেছিলেন। এমন পরিস্থিতিতে বিয়ে না করার কনের সিদ্ধান্ত তাঁর জন্যও ভাল ছিল,তাঁর পরিবারের জন্যও ভাল ছিল। গ্রামের প্রধান এবং পুলিশ আমাদের সমর্থন করেছিল’।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla