Bike Stunt Viral Video: বাইকে চাকা মাত্র একটাই , প্রকাশ্যে আজব স্টান্ট
এক যুবক বাইক নিয়ে স্টান্ট করছেন। বাইকটিতে মাত্র একটাই চাকা।
আপনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় গাড়ি বা বাইক স্টান্টের ভিডিয়ো দেখেছেন।এই ভিডিয়োটিও দেখার পরে আপনি শিউরে উঠবেন।ভিডিয়োয় দেখা যাচ্ছে,একজন যুবক বাইক নিয়ে স্টান্ট করছেন।বাইকটি এক চাকায় চালাচ্ছেন।আশ্চর্যের বিষয় হল বাইকের সামনের চাকাটি নেই।বাইকের স্পিডও খুব একটা কম নেই।ততক্ষন পর্যন্তও ঠিক ছিল।কিন্তু তারপরেই তিনি বাইকের উপর লাফাতে শুরু করলেন।বাইকের হ্য়ান্ডেল ধরে রেখে, বাইকের উপর দাঁড়িয়ে পড়লেন।আর তারপরেই একটি করে পা তুলে দিয়ে লাফাতে শুরু করলেন।ভারসাম্যহীন হয়ে পড়ে ওই যুবকের বাইক।প্রতি মুহূর্তেই আপনার মনে হবে, এই বুঝি উনি পড়ে গেলেন।কিন্তু এমন ভাবতে ভাবতেই আপনি দেখবেন, উনি মুখ থুবড়ে রাস্তায় পড়ে গেলেন।যা দেখলে আপনি শিউরে উঠবেন।এই ভিডিয়োটি একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন।এখনও পর্যন্ত ভিডিয়োটিতে কয়েক লাখ ভিউ এসেছে।একই সঙ্গে লাইক করেছেন ২ লাখেরও বেশি মানুষ।একজন ব্যবহারকারী লিখেছেন,’আমি ভেবেছিলাম ছেলেটি পড়বে না,কিন্তু সে আমাকে ভুল প্রমাণ করেছে’।