Kolkata-Bangkok Roads: এবার কলকাতা টু ব্যাংকক ছুটবে গাড়ি
Kolkata-Bangkok Roads: বেড়াতে যাবেন থাইল্যান্ড? ফ্লাইটের টিকিট না পেলে আর চিন্তা নেই। কলকাতা বা শিলিগুড়ি থেকে সরাসরি থাইল্যান্ড যেতে পারেন। যেতে পারেন শ্রীরামপুর কিংবা গুয়াহাটি থেকেও। তৈরি হচ্ছে একটি মহাসড়ক।
বেড়াতে যাবেন থাইল্যান্ড? ফ্লাইটের টিকিট না পেলে আর চিন্তা নেই। কলকাতা বা শিলিগুড়ি থেকে সরাসরি থাইল্যান্ড যেতে পারেন। যেতে পারেন শ্রীরামপুর কিংবা গুয়াহাটি থেকেও। তৈরি হচ্ছে একটি মহাসড়ক। ২৮২০ থেকে ২৮০০ কিলোমিটার দীর্ঘ হবে এই মহাসড়ক। একাধিক দেশ দিয়ে কলকাতা থেকে শুরু হয়ে ব্যাংকক পৌঁছবে এই রাস্তা। থাইল্যান্ডের দিকে অনেকটা কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। মহাসড়ক যুক্ত করবে ভারতের যে শহরগুলি – কলকাতা, শ্রীরামপুর, শিলিগুড়ি, গুয়াহাটি, কোহিমা, মোরে। মায়ানমারের – ইয়াঙ্গুন, মান্দালয়, কালেওয়া,তামু সংযুক্ত করবে এই মহাসড়ক। থাইল্যান্ডের মায়ে সোটে, সুখোথাই শহর হয়ে যাবে এই রাস্তা। পর্যটন ও আন্তর্জাতিক বাণিজ্যের এক নতুন দরজা খুলে যাবে এতে। মেগা ত্রিপাক্ষিক এই মহা সড়কে ব্যাংকক যাত্রা হবে রোমাঞ্চকর। বিদেশ মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে আগামী দু তিন বছরের মধ্যে শেষ হবে এই সড়ক নির্মাণের কাজ।