AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Snake Companion in Cafe: ক্যাফেতেই আপনাকে সঙ্গ দিচ্ছে একটি সাপ বা একটি গিরগিটি, কেমন লাগবে বলুন তো?

Snake Companion in Cafe: ক্যাফেতেই আপনাকে সঙ্গ দিচ্ছে একটি সাপ বা একটি গিরগিটি, কেমন লাগবে বলুন তো?

আসাদ মল্লিক

|

Updated on: Mar 06, 2023 | 7:34 PM

Share

Cafes: ওই ক্যাফের তরফেই একটি পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে ক্যাফেতে এক মহিলার হাতে সাপ রাখা আছে।

সন্ধেবেলায় বন্ধুর সঙ্গে একটু খোশগল্প করতে গিয়েছেন একটি ক্যাফেতে। অল্প খাওয়া-দাওয়া করছেন, সঙ্গে টুকটুক চা পানও করছেন। ক্যাফেতেই আপনাকে সঙ্গ দিচ্ছে একটি সাপ বা একটি গিরগিটি, কেমন লাগবে বলুন তো? ভয়ঙ্কর লাগতে পারে, রোমাঞ্চকরও লাগতে পারে, বা আপনার খুব ভাল লাগতে পারে। আপনি যদি এমন অভিজ্ঞতা সঞ্চয় করতে চান,তাহলে আপনাকে যেতে হবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ক্যাফের নাম ফ্যাংস বাই ডিকোরি ক্যাফে। এ এক এমনই ক্যাফে,যা তার কাস্টমারদের খাবার খাওয়ার সময় পোষ্য সাপ-সহ অন্যান্য সরীসৃপদের সঙ্গ উপভোগ করতে দেয়। এই রেপটাইল ক্যাফে তাদের ক্যাফের অন্দরমহলের কিছু ছবি এবং ভিডিয়োও শেয়ার করেছে, যা দেখার পর নেটিজ়েনরা হতবাক।ওই ক্যাফের তরফেই একটি পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে ক্যাফেতে এক মহিলার হাতে সাপ রাখা আছে। তাঁর মুখ দেখেই বোঝা গিয়েছে যে, তিনি সাপের সঙ্গ উপভোগ করছেন।

Published on: Mar 06, 2023 07:34 PM