Howrah Ganga River Tourism: গঙ্গার পাড়ে আরও এক পর্যটনকেন্দ্র
কলকাতার আদলে এবার হাওড়াতেও গঙ্গার ধারে সৌন্দর্যায়ন করতে উদ্যোগ নিলো হাওড়া পুরসভা ও প্রশাসন। এদিন গ্র্যান্ড ফোরশোর রোডে গঙ্গার পাড় বরাবর এই কাজ করা হবে। আজ হাওড়া পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসন ওই এলাকা সরজমিনে ঘুরে দেখেন।
কলকাতার আদলে এবার হাওড়াতেও গঙ্গার ধারে সৌন্দর্যায়ন করতে উদ্যোগ নিলো হাওড়া পুরসভা ও প্রশাসন। এদিন গ্র্যান্ড ফোরশোর রোডে গঙ্গার পাড় বরাবর এই কাজ করা হবে। আজ হাওড়া পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসন ওই এলাকা সরজমিনে ঘুরে দেখেন। এরপর লঞ্চে চেপে গঙ্গায় রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে হাওড়া ফেরী ঘাট পর্যন্ত পরিদর্শন করেন। আলোচনা করা হয় ঠিক কিভাবে সৌন্দর্যায়ন করা যেতে পারে।
হাওড়ার পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান জেলাশাসক দিপাপ প্রিয়া পি,পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি ও পুর কমিশনার ধবল জৈন ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আলোচনা হয় কিভাবে সৌন্দর্যায়ন করা হবে। সবুজায়ন করা হবে। লাগানো হবে নানান বাহারি আলো। মানুষ যাতে পাড়ে বসে গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করতে পারে তার ব্যবস্থা করা হবে।
পাশাপাশি সেখানে থাকবে ক্যাফেটেরিয়া। লঞ্চে যারা কোলকাতার দিক থেকে হাওড়া আসবেন তারাও হাওড়ার গঙ্গার পাড়ের সৌন্দর্য্য দেখতে পাবেন। প্রসঙ্গত গ্র্যান্ড ফোরশোর রোডে দুর্গাপূজার কার্নিভাল হয়। তাই এই জায়গা উন্নয়নের জন্য জোর দিচ্ছে পুরসভা। সুজয় বাবু বলেন আজ পরিদর্শনের পর পাইলট প্রজেক্ট বানিয়ে খুব শীঘ্রই কাজ শুরু হবে।পুরসভা ও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শহরবাসীরা বলেন পাঁচশ বছরের পুরনো শহর হাওড়ার উন্নয়নের অনেক কাজ হচ্ছে। গঙ্গার পাড়ে সৌন্দর্য হলে ভালোই হবে। হাওড়ার দিকে গঙ্গার পাড় পরিষ্কার থাকবে মানুষ জন অবসরে কিছুটা সময় কাটাতে পারবেন ওই মনোরম পরিবেশে।