Balurghat News: LED স্ক্রিনের লোহা রং করতে উঠে…
পুরসভার এলিডি স্ক্রিনের লোহা রঙ করতে গিয়ে ১১ হাজারের ইলেকট্রিক শক খেয়ে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হল এক অজ্ঞাত পরিচয় যুবক। আশঙ্কাজনক অবস্থায় পেশায় শ্রমিক ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন স্থানীয় বাসিন্দারা ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের চকভৃগু কালিতলা এলাকায়।
পুরসভার এলিডি স্ক্রিনের লোহা রঙ করতে গিয়ে ১১ হাজারের ইলেকট্রিক শক খেয়ে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হল এক অজ্ঞাত পরিচয় যুবক। আশঙ্কাজনক অবস্থায় পেশায় শ্রমিক ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন স্থানীয় বাসিন্দারা ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের চকভৃগু কালিতলা এলাকায়। ওই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। কারণ উপরে ১১ হাজারের তার থাকলেও কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করা হল না। কারণ এলইডি স্ক্রিনের কিছুটা উপরেই ১১ হাজারের তার ছিল। এদিকে ইলেকট্রিক শক খাওয়ার দীর্ঘক্ষণ ওই জায়গায় ছটপট করছিল ওই যুবক৷ অনেক উঁচুতে থাকায় তাকে সহজে নামানো সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। আসে একটি দমকল ইঞ্জিনও। পরে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই যুবককে বিদ্যুৎ দপ্তরের কর্মী, পুলিশ ও স্থানীয়রা মিলে তাকে উপর থেকে নামায়। এবং বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। যুবকের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। জখম ওই যুবকের নাম পরিচয় জানার পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। প্রসঙ্গত, বালুরঘাট শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় পুরসভার তরফে এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে৷ মূলত বিজ্ঞাপনের কারণে এই এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে। চকভৃগু কালিতলাতেও এমন একটি এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। সম্প্রতি সেটি লাগানো হলেও তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। সেখানে রঙ সহ অন্যান্য কাজ চলছিল। মোট দুজন কাজ করছিল। যার মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এদিকে পুরসভার কাজ হলেও সেটি ঠিকাদার করছিলেন। এই ঘটনার দায় পুরসভা নিজেদের কাধ থেকে ঝেড়ে ঠিকাদারের উপর দোষ চাপিয়েছেন। যদিও পুরসভার পক্ষ থেকে ওই যুবকের চিকিৎসার পাশাপাশি তার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।