Katwa News: প্রতারণার অভিযোগে মুম্বই সাইবার ক্রাইমের হাতে গ্রেফতার কাটোয়ার এক যুবক

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 18, 2023 | 6:56 PM

বুধবার ভোররাতে কাটোয়া থানার পুলিশের সাহায্যে কাটোয়া স্টেশন রোডের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক অমিত ঘোষকে গ্রেপ্তার করে মুম্বই সাইবার ক্রাইম শাখার পুলিশ। মুম্বই সাইবার ক্রাইম সূত্রে জানা যায়,মুম্বইয়ের দাদর এলাকার বাসিন্দা ফ্লেবিয়াস ডুগগল ডি'সুজার শেয়ার মার্কেটের আই, পি, অ্যাড্রেস হ্যাক করে তার নামে থাকা একটি কোম্পানির পনেরো লক্ষ টাকা শেয়ার বিক্রি করে দিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত অমিত ঘোষ

প্রতারণার অভিযোগে মুম্বই সাইবার ক্রাইমের হাতে গ্রেপ্তার কাটোয়ার এক যুবক। বুধবার ভোররাতে কাটোয়া থানার পুলিশের সাহায্যে কাটোয়া স্টেশন রোডের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক অমিত ঘোষকে গ্রেপ্তার করে মুম্বই সাইবার ক্রাইম শাখার পুলিশ। মুম্বই সাইবার ক্রাইম সূত্রে জানা যায়,মুম্বইয়ের দাদর এলাকার বাসিন্দা ফ্লেবিয়াস ডুগগল ডি’সুজার শেয়ার মার্কেটের আই, পি, অ্যাড্রেস হ্যাক করে তার নামে থাকা একটি কোম্পানির পনেরো লক্ষ টাকা শেয়ার বিক্রি করে দিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত অমিত ঘোষ। ২০২২ সালে ১৩ অক্টোবর প্রতারিত দুগগল ডিসুজার অভিযোগ পেয়ে সেন্ট্রাল মুম্বই রিজিওন সাইবার ক্রাইম শাখা তদন্তে শুরু করে। সাইবার ক্রাইমের তদন্তে কাটোয়ার অমিত ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণা ১৪,৯৩,১৫০ টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়াও মহারাষ্ট্রের একাধিক শহর সহ তেলেঙ্গানা রাজ্যেও অমিত ঘোষের ডিজিটাল প্রতারণার তথ্য ও নথি হাতে পেয়ে মুম্বই সাইবার ক্রাইম শাখার পুলিশ অমিত ঘোষকে গ্রেপ্তার করে। কম্পিউটার সাইয়েন্সে মাস্টার্স উত্তীর্ণ অমিত ঘোষ দিল্লির একটি কোম্পানিতে কাজ করত। অভিযানের সময় অমিতের বাড়ি থেকে দুটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন সহ কিছু নথি বাজেয়াপ্ত করে সাইবার ক্রাইম শাখার পুলিশ।অভিযুক্তকে মুম্বই নিয়ে যাওয়ার জন্য মুম্বই সাইবার ক্রাইম শাখার পুলিশের তরফ থেকে চারদিনের ট্রানজিট রিমান্ডের আবেদন করে অমিত ঘোষকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। অমিত ঘোষের পরিবারের দাবি তাদের ছেলে এই ধরনের কাজ করতে পারে না।