Aadhaar Card: আধার কার্ডের অপব্যবহার হচ্ছে! কীভাবে ধরবেন?

Dec 17, 2025 | 5:53 PM

Unique Identification Authority of India: প্রথমে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যান। সেখানে আধার নম্বর ও ক্যাপচা দিয়ে লগইন করুন। আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। তারপর সেই ওটিপি দিয়ে লগইন করুন। মেনু থেকে অথেন্টিকেশন হিস্ট্রিতে যান।

আপনার আধার কার্ডের অপব্যবহার হচ্ছে কি না, তা কীভাবে বুঝবেন আপনি? আসলে এই বিষয়টা অনলাইনেই পরীক্ষা করা যায়। এটা কিন্তু আপনারই দায়িত্ব। প্রথমে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যান। সেখানে আধার নম্বর ও ক্যাপচা দিয়ে লগইন করুন। আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। তারপর সেই ওটিপি দিয়ে লগইন করুন। মেনু থেকে অথেন্টিকেশন হিস্ট্রিতে যান। একটি নির্দিষ্ট তারিখের মধ্যে আপনার আধারের সমস্ত ব্যবহারের বিবরণ সেখানে দেখতে পাবেন। যদি কোনও অজানা ব্যবহার চোখে পড়ে যা আপনি করেননি, তা সঙ্গে সঙ্গেই ইউআইডিএআই পোর্টালেই রিপোর্ট করুন।

Published on: Dec 17, 2025 05:53 PM