SIR in Bengal: মাটি কামড়ে পড়ে থাকার বার্তা মমতার! BLA-দের নিয়ে কী বলছে কমিশন?
Election Commission on BLA: BLA-দের ক্যাম্প করে বসে থাকার নির্দেশ মমতার, নির্বাচন কমিশনের নিয়ম কি বলছে? BLA-দের ক্যাম্পে বসে থাকার নির্দেশ মমতার। চুঁচুড়ার পর পোলবাতেও হম্বিতম্বি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের।
কলকাতা: বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, শুনানি কেন্দ্রে বিএলএ-দের ঢুকতে দিতে হবে। কমিশন কেন ঢুকতে দেবে না, সেই নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। একই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও। শুনানি কেন্দ্রের মাটি কামড়ে পড়ে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। তারপর রাজ্যজুড়ে নানা জায়গায় দেখা গেল বিক্ষোভ, বিবাদ। কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বচসায় জড়ালেন বিএলএ-রা।
চুঁচুড়ার পর পোলবাতেও হম্বিতম্বি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। একই সুর সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্তর। কিন্তু এই বিএলএ-দের শুনানি কেন্দ্রে থাকার প্রসঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশিকা কী বলছে?