Aaradhya Bachchan Bollywood: নজর এড়িয়ে বলিউডে পা রাখল ঐশ্বর্য-অভিষেক কন্যা?

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Aug 18, 2023 | 10:29 PM

Bollywood: বলিউডে ডেবিউ করলেন ঐশ্বর্য রাই বচ্চন-অভিষেক বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন? বাবার ছবি 'ঘুমর'-এর ক্রেডিট লাইনে দেখা মিলল তার। তবে না, অভিনয় নয়। এই ছবির এক বিশেষ অংশের আইডিয়া দিয়েছিল আরাধ্যা। যা ভীষণ পছন্দ করেছিলেন ছবির পরিচালক, তারপরই আরাধ্যাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেওয়া।

 

ডেবিউ করলেন ঐশ্বর্যকন্যা আরাধ্যা?
বলিউডে ডেবিউ করলেন ঐশ্বর্য রাই বচ্চন-অভিষেক বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন? বাবার ছবি ‘ঘুমর’-এর ক্রেডিট লাইনে দেখা মিলল তার। তবে না, অভিনয় নয়। এই ছবির এক বিশেষ অংশের আইডিয়া দিয়েছিল আরাধ্যা। যা ভীষণ পছন্দ করেছিলেন ছবির পরিচালক, তারপরই আরাধ্যাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেওয়া।

পারিশ্রমিক নেননি অক্ষয়
‘OMG 2’ ছবি করতে নাকি পারিশ্রমিক নেননি অক্ষয় কুমার। সম্প্রতি এমনটাই খোলসা করল ছবির নির্মাতা সংস্থা। অক্ষয় কুমার যখন ১০০ কোটির পারিশ্রমিক প্রসঙ্গে কটাক্ষের শিকার, ঠিক তখনই নিন্দুককে চুপ করিয়ে সামনে এল এই তথ্য।

প্রতিবাদ সুশান্তের বাবার
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তৈরি ছবি ‘দ্য জাস্টিস’ নিয়ে এবার আপত্তি প্রকাশ করলেন অভিনেতার বাবা কৃষ্ণ কিশোর সিং। দিল্লি আদালতের দ্বারস্থ হয়ে তিনি জানালেন, তাঁর সন্তানের মৃত্যু নিয়ে ব্যবসা হচ্ছে, ভুল তথ্য প্রচার হচ্ছে। এর ভিত্তিতেই ‘দ্য জাস্টিস’ ছবির নির্মাতা সংস্থাকে শোকজ পাঠাল আদালত।

সিদ্ধি বিনায়ক মন্দিরে অমিতাভ
ছেলে অভিষেক বচ্চনের ছবি ‘ঘুমর’ মুক্তি পেল শুক্রবার অর্থাৎ ১৮ অগস্ট। সেই ছবির জন্যই এবার প্রার্থনা করতে সিদ্ধি বিনায়ক মন্দিরে পৌঁছে গেলেন বিগ বি অমিতাভ বচ্চন। খালি পায়ে মন্দিরে প্রবেশ করে দিলেন পুজো। মুহূর্তে ভাইরাল ভিডিয়ো।

মেজাজ হারালেন সানি
বহুদিন পর চর্চায় সানি দেওল। ‘গদর ২’ ছবি প্রথম সপ্তাহেই ৩০০ কোটির দরজায়। আর এই সাফল্যের জন্যই কি স্বভাব পাল্টালো সানির? এক ভক্ত ছবি তুলতে এসে, ভয়ানক চিৎকার কর ওঠেন তিনি। যে ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দের ঝড় নেটপাড়ায়।

অভিযোগ বিবেগ অগ্নিহোত্রীর
‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নিশানায় এবার শাহরুখ খান ও করণ জোহরের ছবি। তাঁর কথায়, শাহরুখ খান ও করণ জোহরের ছবিই নাকি হিন্দি ইন্ডাস্ট্রিকে বিপথে নিয়ে গিয়েছে। ভারতীয় সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে এই স্টারদের ছবি।

মিকার উপহার
৪ কোটি মূল্যের দু’-দু’টি ফ্ল্যাট উপহার! এমনটাও হয় নাকি! অবাক হলেও এটাই সত্যি। গায়ক মিকা সিং নাকি জন্মদিন উপলক্ষে তাঁর প্রাণের বন্ধু কনওয়ালজিৎ সিংকে উপহার দিয়েছেন দু’-দুটি ফ্ল্যাট। যার মোট দাম পড়েছে প্রায় ৮ কোটি টাকা। খবর ছড়িয়ে পড়তেই তা নিয়ে চর্চা তুঙ্গে।

TRP-র তালিকায় চমক
ঘাড়ের কাছে ‘জগদ্ধাত্রী’র নিঃশ্বাস টের পাচ্ছিল ‘অনুরাগের ছোঁয়া’। অবশেষে সে আশঙ্কাই যেন সত্যি হল। বিগত বেশ কিছু মাসের রেকর্ড গুঁড়িয়ে দিয়ে এই সপ্তাহে প্রথম ‘জগদ্ধাত্রী’, রেটিং ৮.৫। প্রথম স্থান হারাল ‘অনুরাগের ছোঁয়া’। তবে তালিকায় ষষ্ঠ স্থান পেয়ে নজর কাড়ল ‘কার কাছে কই মনের কথা’।

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মাহিরা
‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানকে। সেপ্টেম্বর মাসে এবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। দীর্ঘদিনের প্রেমিক সেলিম করিমকেই বিয়ে করছেন এসআরকে-র একদা নায়িকা। যদিও বিয়ের তারিখ এখনও প্রকাশ্যে আসেনি।