Abhishek Banerjee: তিন বাহিনীর কাজের সঙ্গে তৃণমূল কর্মীদের তুলনা অভিষেকের

Jan 12, 2026 | 10:46 PM

দেশের জন্য যেমন এই তিন বাহিনী এক জোট হয়ে লড়াই করে জয় ছিনিয়ে নিয়ে আসে, ঠিক তেমনই তৃণমূলের এই ‘তিন বাহিনী’ একসঙ্গে কাজ করলে নির্বাচনে লড়াই করা আরও কতটা সহজ হবে তা বুঝিয়ে দেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’। এ দিন, গোষ্ঠী কোন্দল নিয়েও বার্তা দিয়েছেন তিনি।

ভারতের তিন বাহিনীর (বায়ু সেনা, নৌসেনা, স্থলসেনা) সঙ্গে তৃণমূলের কর্মী তথা ‘সৈনিকদের’ তুলনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দেশের জন্য যেমন এই তিন বাহিনী এক জোট হয়ে লড়াই করে জয় ছিনিয়ে নিয়ে আসে, ঠিক তেমনই তৃণমূলের এই ‘তিন বাহিনী’ একসঙ্গে কাজ করলে নির্বাচনে লড়াই করা আরও কতটা সহজ হবে তা বুঝিয়ে দেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’। এ দিন, গোষ্ঠী কোন্দল নিয়েও বার্তা দিয়েছেন তিনি।

Published on: Jan 12, 2026 10:42 PM