Abhishek Banerjee: কমিশনের কাজে ‘অদৃশ্য’ নজরদারির নির্দেশ অভিষেকের: সূত্র
SIR in Bengal: রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত দু’টি করে মিছিল করতে হবে। একইসঙ্গে বুথ স্তরে তৈরি করতে হবে ‘ভোটরক্ষা কমিটি’। অভিষেকের সাফ কথা, এখন কোনও ‘আত্মতুষ্টির’ সময় নয়, এখন সময় যুদ্ধের। সমস্ত আত্মতুষ্টি ত্যাগ করে আগামী ২২ দিন লড়াইয়ের ময়দানে মাটি কামড়ে পড়ে থাকার কড়া বার্তা অভিষেকের।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস। দলের মেগা ভার্চুয়াল মিটিংয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশ। রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত দু’টি করে মিছিল করতে হবে। একইসঙ্গে বুথ স্তরে তৈরি করতে হবে ‘ভোটরক্ষা কমিটি’। অভিষেকের সাফ কথা, এখন কোনও ‘আত্মতুষ্টির’ সময় নয়, এখন সময় যুদ্ধের। সমস্ত আত্মতুষ্টি ত্যাগ করে আগামী ২২ দিন লড়াইয়ের ময়দানে মাটি কামড়ে পড়ে থাকার কড়া বার্তা অভিষেকের।