একটু হলেই বড় কিছু হয়ে যেত! ৮ পড়ুয়ার সঙ্গে যা করল বাইক চালক…
Bike Accident: বুধবার সকালে বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের যাচ্ছিল একসঙ্গে কয়েকজন পড়ুয়া। সেই সময় উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি বাইক। ধাক্কা মারে পাঁচ পড়ুয়াকে। পাঁচজনই ছিটকে রাস্তার উপর পড়ে যায়।
বেপরোয়া বাইকের দৌরাত্ম্য। পর পর ৮ জন পড়ুয়াকে ধাক্কা মারল বাইক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার বালিগুমা গ্রামে। স্থানীয় বাসিন্দারাই ৮ পড়ুয়াকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন।
জানা গিয়েছে, বুধবার সকালে বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের যাচ্ছিল একসঙ্গে কয়েকজন পড়ুয়া। সেই সময় উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি বাইক। ধাক্কা মারে পাঁচ পড়ুয়াকে। পাঁচজনই ছিটকে রাস্তার উপর পড়ে যায়। না থেমে, ফের চালক বাইক ছোটাতে শুরু করে অভিযুক্ত যুবক। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে যাওয়ার পরে আরও তিন পড়ুয়াকে ধাক্কা মারে। আহত হয় মোট ৮ জন।