‘দেখলাম গাড়িটা উড়ে আসছে…’ বিশ্ব বাংলা গেটের কাছে ভয়ঙ্কর দৃশ্য

|

Jan 19, 2026 | 2:19 PM

Car Accident: রাতের কলকাতায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে উড়ে যায় গাড়ি। রাতের শহরে ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, আহত দুই। সেক্টর ফাইভ থেকে নিউটাউনে বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছিল গাড়িটি, বলাকা আবাসনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে কয়েকশো মিটার দূরে, উড়ে গিয়ে পড়ে।

রাতের কলকাতায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে উড়ে যায় গাড়ি। রাতের শহরে ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, আহত দুই। সেক্টর ফাইভ থেকে নিউটাউনে বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছিল গাড়িটি, বলাকা আবাসনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে কয়েকশো মিটার দূরে, উড়ে গিয়ে পড়ে। গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।  পথচলতি এক বাইক আরোহী দেখতে পান। তিনি গাড়ি থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। চালকের আসনে যিনি ছিলেন তিনি অল্প আঘাত পেয়েছেন, পাশের সিটে বসা ব্যক্তি গুরুতর চোট পেয়েছেন।