Lunar Telescope: চাঁদের মাটিতে বিশাল টেলিস্কোপ
শোনা যাচ্ছে এবার চাঁদে বসবে উচ্চশক্তি সম্পন্ন একটি টেলিস্কোপ। arXivর প্রতিবেদনে এমনই জানানো হচ্ছে। গবেষণার কাজে ব্যবহৃত এই টেলিস্কোপটি সাধারণ কোন টেলিস্কোপ নয়। একটি বিশাল আকারের রেডিও টেলিস্কোপ বা হাইপার টেলিস্কোপ হবে এটি। বিজ্ঞানীদের ধারণা চাঁদের মেরুতে 'লাইফ ফাইন্ডার টেলিস্কোপ'ও বসানো হতে পারে।
শোনা যাচ্ছে এবার চাঁদে বসবে উচ্চশক্তি সম্পন্ন একটি টেলিস্কোপ। arXivর প্রতিবেদনে এমনই জানানো হচ্ছে। গবেষণার কাজে ব্যবহৃত এই টেলিস্কোপটি সাধারণ কোন টেলিস্কোপ নয়। একটি বিশাল আকারের রেডিও টেলিস্কোপ বা হাইপার টেলিস্কোপ হবে এটি। বিজ্ঞানীদের ধারণা চাঁদের মেরুতে ‘লাইফ ফাইন্ডার টেলিস্কোপ’ও বসানো হতে পারে। কী কী খুঁজবে এই টেলিস্কোপটি? সৌরজগৎ ও তার বাইরের গ্রহগুলির বায়ুমণ্ডল।
বিজ্ঞানীদের ধারণা এই টেলিস্কোপে থাকতে পারে ‘লুনার অপটিক্যাল ইউভি এক্সপ্লোরার কনসেপ্ট’। এতে বিভিন্ন গ্রহে অতি বেগুনি রশ্মির প্রভাব সম্বন্ধে জানা যাবে। পৃথিবী ইতিমধ্যেই আল্ট্রা ভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মির কোপে। তবে কবে থেকে এই টেলিস্কোপ স্থাপনের কাজ শুরু হবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এই টেলিস্কোপ বসলে তা মহাকাশ সম্বন্ধে মানুষের ধ্যান ধারনা বদলে দেবে।