অভিনেত্রী থেকে নেত্রীর ভূমিকায় তনুশ্রী

sreejayee das

|

Updated on: Mar 15, 2021 | 4:55 PM

তনুশ্রীর মনে হয়েছে, বাংলার উন্নতি থমকে গিয়েছে। বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতেই তাঁর সরাসরি রাজনীতিতে যোগদান বলে জানিয়েছেন।

কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা যেত তাঁকে। তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে টলিউডের অনেক চেনা মুখের মতো তিনিও থাকতেন। তিনি অর্থাৎ অভিনেত্রী (Actress) তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। কিন্তু দিন কয়েক আগে রং বদল করেছেন তিনি। অর্থাৎ যোগ দিয়েছেন বিজেপিতে।

টলিউডে দলবদলের হাওয়ায় তনুশ্রীর বিজেপিতে যোগদান নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। কারণ তাঁর সরাসরি রাজনীতিতে যোগদানের বিষয়ে ইন্ডাস্ট্রিতে কারও কাছেই কোনও ইচ্ছে প্রকাশ করেননি। সেই জায়গা থেকে রাজনীতিতে যোগদান করেছেন নায়িকা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির টিকিটে শ্যামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতাও করবেন তিনি। রবিবার বিজেপির যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, সেখানে রয়েছে তনুশ্রীর নাম।

 

Published on: Mar 14, 2021 11:09 PM