Gautam Adani: বাড়বে সংস্থার ক্যাপেক্স, এবার হাসি ফুটবে আদানির মুখে?
Adani: ক্যাপিটাল এক্সপেন্ডিচারের বেশিরভাগটাই করবে আদানি এন্টারপ্রাইজ। এ ছাড়াও থাকবে আদানি গ্রিন এনার্জি, আদানি এনার্জি সলিউশন ও আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। তারা আশা করছে যে ২০৩০ অর্থবর্ষের মধ্যে এই সংস্থাগুলো তাদের নিজ নিজ সেক্টরে মার্কেট লিডারে পরিণত হবে।
আগে যে আদানি গোষ্ঠীর সংস্থাগুলো যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছিল, সেগুলো সম্পূর্ণভাবে ঋণের উপর নির্ভরশীল ছিল। যদিও এবার, হিন্ডেনবার্গ পরবর্তীতে সেই একই কাজের জন্য কোনও ঋণ নেবে না সংস্থাটি। তারা তাদের কোম্পানি থেকে অর্থের জোগানের মাধ্যমে এই কাজ করবে।
আদানি গোষ্ঠী আগামী ১০ বছরে ১০০ বিলিয়ন ডলার বা ৮ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। যেখান থেকে নাকি কর পূর্ববর্তী আয় ধরা হয়েছে বছরে ১০ বিলিয়ন ডলার, যা প্রতি বছর অন্তত ১০ শতাংশ করে বাড়বে।
জানা গিয়েছে, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের বেশিরভাগটাই করবে আদানি এন্টারপ্রাইজ, যারা এয়ারপোর্ট ও সবুজ হাইড্রোজেনের মতো বিষয়গুলো দেখাশোনা করে। এ ছাড়াও থাকবে আদানি গ্রিন এনার্জি, আদানি এনার্জি সলিউশন ও আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। আদানি গোষ্ঠী আশা করছে যে ২০৩০ অর্থবর্ষের মধ্যে এই সংস্থাগুলো তাদের নিজ নিজ সেক্টরে মার্কেট লিডারে পরিণত হবে।