Adani-র প্রবেশে কেঁপে উঠেছে সব সংস্থা, হুড়মুড়িয়ে পড়ছে শেয়ারের দাম!
Gautam Adani: কেবল ও তারের সেক্টরে থাকা সংস্থাগুলোর শেয়ারের দাম সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত কমেছে। মনে করা হচ্ছে এই সেক্টরে আদানি গ্রুপের প্রবেশই এর প্রধান কারণ।
আদানি এন্টারপ্রাইজ ঘোষণা করেছে তাদের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান কেসিএল বা কচ্ছ কপার লিমিটেড পিইএল নামে একটি নতুন সংস্থা তৈরি করেছে। প্রণীতা ভেঞ্চার্সের সহযোগিতায় আদানি এন্টারপ্রাইজ প্রণীতা ইকোকেবলস লিমিটেড নামের এই সংস্থা তৈরি করেছে।
তারপরই কেবল ও তারের সেক্টরে থাকা সংস্থাগুলোর শেয়ারের দাম সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত কমেছে। মনে করা হচ্ছে এই সেক্টরে আদানি গ্রুপের প্রবেশই এর প্রধান কারণ। কিছুদিন আগেই তার ও কেবলের ব্যবসায় প্রবেশ করেছে বিড়লা গ্রুপ। ফলে প্রতিযোগিতা আরও বেড়েছে এই সেক্টরে।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।