‘এতগুলো ভোট দেওয়ার পরও প্রমাণ দিতে হবে?’ মতুয়াদের পাশে দাঁড়িয়ে সরব অধীর

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 01, 2025 | 8:27 PM

মতুয়া কারা, বোঝালেন অধীর চৌধুরী। তিনি মনে করিয়ে দেন, বিধান চন্দ্র রায় এই মতুয়াদের আশ্রয় দিয়েছিলেন, স্কুল-কলেজ দিয়েছিলেন। সেই মতুয়াদের জীবনে একটা বড় বিপদ ডেকে আনছে এসআইআর, এমনটাই মনে করেন অধীর। এসআইআর-কে সামনে রেখে রাজনৈতিক দলগুলো কৌশল ঠিক করা শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

“যারা পাঁচটা বিধানসভা-লোকসভা ভোট দিয়ে দিয়েছে, আজ তাদের নতুন করে নাগরিক হওয়ার প্রমাণ দিতে হবে! এর থেকে লজ্জার আর স্বাধীন ভারতে কিছু হতে পারে না। বাংলার মানুষকে নিয়ে রাজনীতি করা বন্ধ হোক।” এমনটাই বললেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তিনি আরও উল্লেখ করেছেন, তৃণমূল ও বিজেপি উভয়েই যে মতুয়াদের আশ্বাস দেন, সে কথাও উল্লেখ করেছেন অধীর।

এসআইআর-এর বিরুদ্ধে সোমবার পথে নামেন মতুয়ারা। সেই মিছিলেই যোগ দেন অধীর। এর আগে মমতাবালা ঠাকুরের অনশন মঞ্চেও দোখা গিয়েছিল কংগ্রেস নেতাকে।

Published on: Dec 01, 2025 08:27 PM