Coromandel Express News: করজোরে আবার চালু করমণ্ডল

| Edited By: Moumita Das

Jun 07, 2023 | 8:06 PM

নিজের রাজ্যে কাজ নেই তাই যত ভয়ই হোক না কেন যেতেই হবে।সরকার কোনও ব্যবস্থা না নিলে আমরা নিরুপায়। আমাদের যেতেই হবে। এভাবেই হাতে প্রাণ নিয়েই যেতে হবে। শালিমার স্টেশনে মানুষের বিল যাত্রীদের ভিড় দেখলে বোঝার উপায় নেই যে কিছুদিন আগেই ঘটে গেছে এরকম দুর্ঘটনা

রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন শত শত সভ্যতার ভগ্নস্তুপ করে ওরা কাজ করে। কাজের জন্য পেটের দায়ে ভয়ংকর স্মৃতি মাথায় নিয়ে আবারও যাত্রা শুরু। যেসব যাত্রীরা যাচ্ছেন তারা কী বলছেন একবার শুনে নি।কোন বাবা মা যাচ্ছেন ছেলের কাছে, তো কোন ছেলে যাচ্ছে এ বাবা-মাকে ভালো রাখার জন্য। নিজের রাজ্যে কাজ নেই তাই যত ভয়ই হোক না কেন যেতেই হবে।সরকার কোনও ব্যবস্থা না নিলে আমরা নিরুপায়। আমাদের যেতেই হবে। এভাবেই হাতে প্রাণ নিয়েই যেতে হবে। শালিমার স্টেশনে মানুষের বিল যাত্রীদের ভিড় দেখলে বোঝার উপায় নেই যে কিছুদিন আগেই ঘটে গেছে এরকম দুর্ঘটনা। পরিবার থেকে শুরু করে একের পর এক কাজের খোঁজে চেন্নাই পালিয়ে দেওয়া তরুণ যুবকদের নজরে পড়ল। এখনো দগদগে স্মৃতি তাজা। এখনো অনেকের মনেই সংখ্যা আশঙ্কার দোলাচল। তবুও যাত্রা শুরু বিধাতার কাছে শুভযাত্রার প্রার্থনা করে।