বন্দে ভারত স্লিপার চালু হওয়ার আগেই… গোপন সূত্রে কী খবর এল?
Vande Bharat Sleeper: জানা গিয়েছে, আরপিএফ কালিয়াচক থানার আইসিকে যে চিঠি দিয়েছেন, তাতে বন্দে ভারত স্লিপার ট্রেন ছাড়ার পর নতুন ট্রেন লক্ষ্য করে ইট বৃষ্টি, এমনকী প্রধানমন্ত্রীর উদ্দেশে কালো পতাকা দেখানো হতে পারে, সেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই মর্মে পুলিশকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। কালিয়াচক থানার আইসি-কে ওই চিঠি দেওয়া হয়। আগে একাধিকবার হামরা মুখে পড়তে হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকে।
শনিবার দুপুরে মালদা টাউন রেল স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই গোপন সূত্রে আসে হামলার আশঙ্কার খবর। জানা গিয়েছে, আরপিএফ কালিয়াচক থানার আইসিকে যে চিঠি দিয়েছেন, তাতে বন্দে ভারত স্লিপার ট্রেন ছাড়ার পর নতুন ট্রেন লক্ষ্য করে ইট বৃষ্টি, এমনকী প্রধানমন্ত্রীর উদ্দেশে কালো পতাকা দেখানো হতে পারে, সেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই মর্মে পুলিশকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। কালিয়াচক থানার আইসি-কে ওই চিঠি দেওয়া হয়। আগে একাধিকবার হামরা মুখে পড়তে হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকে।