সামির পর লক্ষ্মীরতন শুক্লাকে SIR শুনানিতে ডাক, কী ভুল পেল কমিশন?

|

Jan 12, 2026 | 3:26 PM

SIR Hearing: অভিনেতা দেবকেও তলব করা হয়েছিল এসআইআর শুনানিতে। মহম্মদ সামির পরে লক্ষ্মীরতন শুক্লাকে এসআইআর নোটিস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকে শুনানির জন্য ডাকা হয়েছে। কেন ডাকা হল?

মহম্মদ সামির পরে লক্ষ্মীরতন শুক্লাকে এসআইআর নোটিস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকে শুনানির জন্য ডাকা হয়েছে। কেন ডাকা হল? জানা গিয়েছে, ১৯৯৫ সালের পর লক্ষ্মীরতন শুক্লার বাবার ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না। সেই কারণেই শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটার লক্ষ্মীরতন শুক্লা। এর আগে মহম্মদ সামিকেও ডেকে পাঠানো হয়েছিল। অভিনেতা দেবকেও তলব করা হয়েছিল এসআইআর শুনানিতে।