SIR in West Bengal: বুধবার থেকে ফের বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?

|

Dec 15, 2025 | 2:10 PM

Draft Voter List: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভোটাররা নিজেদের নাম আছে কি না, তা দেখতে পারবেন। ইতিমধ্যেই কত ভোটারের নাম বাদ পড়তে পারে, তার একটি সম্যক ধারণা তৈরি হয়েছে।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভোটাররা নিজেদের নাম আছে কি না, তা দেখতে পারবেন। ইতিমধ্যেই কত ভোটারের নাম বাদ পড়তে পারে, তার একটি সম্যক ধারণা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, ৫৮ লক্ষের নাম বাদ পড়তে পারে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, বুধবার থেকে হিয়ারিংয়ে ডাকা হবে। বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন। তারা যদি ১১টি নথির মধ্যে একটি নথি দেখাতে পারেন, তাহলে কোনও সমস্যা হবে না। চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম সংযুক্ত হবে। নতুন ভোটার যারা, তারাও ফর্ম ৬ পূরণ করে আবেদন করতে পারবেন।